নববর্ষের বিশেষ ছাড়, বিমানের ভাড়া ৭১৬ টাকা
এক্সক্লুসিভ ডেস্ক: ৭১৬ টাকায় বিমান টিকেট নববর্ষের বিশেষ উপহার। বিমান যাত্রায় যাদের ক্লান্তি নেই তাদের জন্য সুখবর। নতুন বছরের যাত্রীদের নতুন উপহার স্পাইসজেটের। মাত্র ৭১৬ টাকাতেই পাওয়া যাবে এই সংস্থার বিমানের টিকিট। ভারতের অভ্যন্তরীন রুটে যাতায়াতের ক্ষেত্রে এই সুবিধা মিলবে।
স্পাইসজেটের এই “হ্যাপি নিউ ইয়ার সেল” চলবে চারদিন। ৩১ ডিসেম্বরের মধ্যরাত পর্যন্ত টিকিট কাটা যাবে। আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ১২ এপ্রিলের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এই সুবিধা মিলবে বলে স্পাইসজেটের তরফে জানানো হয়েছে। মাত্র ৭১৬ টাকা থেকে ভাড়া শুরু। তবে, এর উপরে কর ধার্য করা হবে।
স্পাইসজেটের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিভিন্ন ট্র্যাভেল পোর্টাল, ট্র্যাভেল এজেন্টের থেকে এই টিকিট পাওয়া যাবে। তবে দূরত্ব, বিমানের সময়ের উপর টিকিটের দাম এক এক রকমের হবে।
২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল