সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৭:০৪

একটা অক্ষর যা বদলে দেবে আপনার ভাগ্য, আপনার হাতেও কি আছে এই অক্ষরটি?

একটা অক্ষর যা বদলে দেবে আপনার ভাগ্য, আপনার হাতেও কি আছে এই অক্ষরটি?

এক্সক্লুসিভ ডেস্ক: একটা অক্ষর যা বদলে দিতে পারে আপনার ভাগ্য। ক্যারিয়ারে সফল হতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে? তার জন্য ভেঙে না পড়ে নিজের হাতটাকে একবার উল্টে দেখে নিন। আপনার হাতেও ওই ভাগ্যবাণ 'M' অক্ষরটি আছে কিনা। যদি এই অক্ষরটি থাকে তাহলে আপনিও হয়ে যাবেন ভাগ্যবাণ। ভারতীয় হস্তরেখা বিচার করে দেখা গেছে সকলের হাতে এই অক্ষরটি থাকে না।

স্বল্প কয়েকজনের হাতেই দেখতে পাওয়া যায় এই অক্ষরটিকে। 'কার্মিক পালমিস্ট্রি: এক্সপ্লোর পাস্ট লাইভস, সোল মেটস এন্ড কারম' বইটি অনুসারে, যাঁদের হাতে এই অক্ষরটি বর্তমান অন্যদের থেকে তাঁরা অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকেন। এঁদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ থাকে। কারণ অন্যদের থেকে এঁরা অনেক বেশি সুশৃঙ্খল, স্মার্ট এবং মোটিভেটেড হয়ে থাকেন।

অবশ্য কোন হাতে এই অক্ষর বর্তমান তার ওপর তার ভাগ্য নির্ভর করে থাকে। যদি আপনি বাঁ হাতি হন তাহলে যদি আপনার ডান হাতে এই অক্ষর থাকে তবেই এটি কাজে দেবে। এই একই নিয়ম ডান হাতিদের ক্ষেত্রেও প্রযোজ্য। তার থেকে বড় কথা হল সব কিছুই সম্ভব যদি আপনার নিজের প্রতি বিশ্বাস থাকে। সূত্র: ২৪ঘণ্টা 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে