শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২০, ০২:০৩:১৭

করোনা থেকে রক্ষা পেতে মেনে চলুন এই ১০টি নিয়ম

করোনা থেকে রক্ষা পেতে মেনে চলুন এই ১০টি নিয়ম

১. করোনাভাইরাস আত'ঙ্কে কাঁ'ছে সারাবিশ্ব। পৃথিবীজুড়ে মানুষ এখন গৃহব'ন্দী অবস্থায় রয়েছেন। জেনে নিন করোনার এই সময়ে হাতের কাছে সেসব জিনিস হাতের কাছে রাখতেই হবে।

২. কোভিড ১৯-র সং'ক্রমণ রোধ করার একমাত্র উপায় নিজেকে গৃহব'ন্দি করা। এই মুহূর্তে বিশ্বজুরে লকডাউন চলছে। এই অবস্থায় রোজ রোজ ব্যাগ নিয়ে প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে ভিড় না করে একটু প্লান করে নিন। তা হলেই সার্থক হবে লকডাউন। সুস্থ থাকবেন সকলে।

৩. একেবারে সাধারণ কিছু খাবার বাড়িতে রেখে দিন। তবে সরকার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের জোগান স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। কিছু সময়ের জন্য খোলা থাকছে বাজারও। তাই একেবারেই বেশি খাবার মজুত করবেন না।

৪. প্রত্যেক বাড়িতেই জরুরি কিছু সাধারণ ওষুধের প্রয়োজন। যেমন জ্বর-সর্দি-কাশি-পেটের সমস্যা, অ্যাসিডিটি। এই ধরনের কিছু সমস্যার ওষুধ হাতের কাছে থাকলে, প্রয়োজনে বার বার বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন পড়ে না।

৫. পানীয় জলের জোগানও যেন যথাযথ হয়, সে দিকে বিশেষ নজর দিন। বিশেষ করে যাদের বাড়িতে পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নেই, যাদের বাইরে থেকে পানি কিনে আনতে হয় বা অনেকটা দূর থেকে পানি বয়ে আনতে হয়, তারা একটু বেশি পরিমাণ পানি মজুত করে রাখুন বাড়িতে।

৬. রান্নাঘরে বা বাড়ির অন্যান্য কাজকর্ম করার সময় হাতে-পায়ে চোট লাগতেই পারে। তাই ফার্স্ট এইড কিট তৈরি রাখুন।

৭. বাড়িতে বাচ্চা থাকলে, তাদের খাওয়া-দাওয়া এবং অন্যান্য জিনিসপত্রের প্রয়োজন হয়। বেবি ফুড এবং বাচ্চার প্রয়োজনীয় দৈনন্দিন সামগ্রী কিনে রাখুন। কারণ দোকান খোলা থাকলেও, এই সময় বার বার বাইরে না বেরনোই সকলের জন্য মঙ্গল।

৮. পোষ্যদেরও বিশেষ যত্ন নিতে হয়। তাদের খাবারের জোগানের যেন কোনো ঘাটতি না হয়, সেটাও মাথায় রাখা দরকার।

৯. গৃহব'ন্দি থাকার সময় যদি বিদ্যুত চলে যায় তার জন্য আগাম মোমবাতি বা বিকল্প আলোর ব্যবস্থা করে রাখুন।

১০. আপনার ফ্লাশলাইট, হিয়ারিং এইড, স্মোক ডিটেক্টর ইত্যাদি যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ব্যাটারিতে চলে, সেগুলোর জন্য অতিরিক্ত ব্যাটারি বাড়িতে রয়েছে তো? না থাকলে অবশ্যই কিনে আনুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে