সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৭:৩৭

যে আদালত চত্বরে বাবা চা বিক্রেতা, সেই আদালতের বিচারক মেয়ে!

যে আদালত চত্বরে বাবা চা বিক্রেতা, সেই আদালতের বিচারক মেয়ে!

এক্সক্লুসিভ ডেস্ক : এক চা-ওয়ালার সুখী জীবনের অজানা গল্প, যা আপনাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। যে আদালত চত্বরে বাবা চা বিক্রি করেন, সেই আদালতেেই বিচারক তার মেয়ে। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বাবা জুতা পালিস করে ছেলেকে আইএএস করেছেন এমন খবর আমরা এর আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখেছি।

কিন্তু চা-ওয়ালা এক বাবার এমন দৃষ্টান্ত সত্যিই অবাক করার মত। সেই বিচারকের বাবা সুরেন্দর কুমার। পঞ্জাবের জলন্ধর কোর্ট চত্বরে দীর্ঘদিন ধরেই তিনি চা বেচছেন। আজ মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই। বলছিলেন, মেয়ে বড় হয়ে প্রতিষ্ঠিত হবে, এমন স্বপ্ন আর পাঁচজন বাবার মতো তিনিও দেখতেন। কিন্তু কখনো কল্পনাও করেননি মেয়ে বিচারক হবে।

গর্বিত সুরেন্দর বলেন, আমার ভাই তীর্থ রামের কাছেই ও ছোটবেলায় পড়াশোনা করেছে। নানাভাবে মেয়েক উদ্ধুদ্ধ করেছে রাম। তাই ভাইকেও এর কৃতিত্ব দিতে চান খেটে খাওয়া অতিসাধারণ পরিবারের এই মানুষটি। যাকে নিয়ে সুরেন্দরের এই গর্ব, চলুন শুনি সেই শ্রুতির অজানা কথা। এক চান্সেই পঞ্জাব সিভিল সার্ভিসেস (জুডিশিয়াল) পরীক্ষায় উত্তীর্ণ শ্রুতি জুডিশিয়াল একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ নিয়ে বিচারক। সুরেন্দরের কথায়, মেয়ের সাফল্যই আমার জীবনের সেরা পুরস্কার।

পঞ্জাবের ছোট্ট শহর নাকোদর, সেখানেই পরিবার নিয়ে থাকেন জলন্ধর কোর্টের এই চা-ওয়ালা। শ্রুতি স্টেট পাবলিক স্কুল থেকে পাস করে আইন পড়েন জলন্ধরের জিএনডিইউ থেকে। এরপর পাতিয়ালার পঞ্জাব ইউনিভার্সিটি থেকে এলএলএম করেন। এরপর ধাপে ধাপে বিচারক। দারিদ্র্য তার লক্ষ্যের পথে কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তা আরো একবার দেখিয়ে দিলেন জলন্ধর কোর্টের এই বিচারক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে