সাড়ে ৮ হাজার কেজির এক লাড্ডু বানিয়ে বিশ্ব রেকর্ড!
এক্সক্লুসিভ ডেস্ক : সাধারণ একটি লাড্ডু ২০০ গ্রাম, ৫০০ গ্রাম, ২ কেজি, ১০ কেজি বা ১০০ কেজি হতে পারে। হাজার কেজি ওজনের লাড্ডু বানানোর কথা জানা না গেলেও কিন্তু বানিয়েছে সাড়ে ৮ হাজার কেজি ওজনের লাড্ডু! ভারতের অন্ধ্রপ্রদেশে ৮,৩৬৯ কেজির লাড্ডুর জায়গা হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
গত গণেশ পূজায় অন্ধ্রের তপেশ্বরমের 'শ্রীভক্ত অঞ্জনিয়া সুইটস'-এ বানানো হয়েছিল লাড্ডুটি। দোকানের মালিক সালাদি ভেঙ্কটেশ্বরা রাও সোমবার জানিয়েছেন, গতকালই তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট হাতে পেয়েছেন। বিশ্বের বৃহত্তম মিষ্টি হিসেবেই গিনেসে জায়গা করে নিয়েছে তাদের তৈরি লাড্ডু।
ভেঙ্কটেশ্বরা জানিয়েছেন, গণেশ পূজা উপলক্ষেই গত ১৫ সেপ্টেম্বর তার দোকানের কর্মীরা লাড্ডুটি তৈরি করেছিলেন। এ বছর আট হাজার কেজির ওই লাড্ডুটি ছাড়াও ছয় হাজার কেজির আরো একটি মহালাড্ডু তারা বানিয়েছিলেন।
মিষ্টিতে এর আগের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও তাদেরই দখলে ছিল। ২০১১-এ বানিয়েছিলেন ৫,৫৭০কেজির লাড্ডু, ২০১২-এ ৬,৫৯৯ কেজির, ২০১৩-এ ৭১৩২কেজির এবং গতবছর ৮,৩৬৯ কেজির লাড্ডু বানিয়ে গিনেসে নিজেদের জায়গাটা ধরে রেখেছেন ভেঙ্কটেশ্বরা।
সালাদি ভেঙ্কটেশ্বরা রাও জানিয়েছেন, তাদের পরবর্তী লক্ষ্য ৫০০ কেজির কোভা বানানো।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�