প্রাণ বাঁচাবে জ্যাকেট!
এক্সক্লুসিভ ডেস্ক : কম হয় না মোটরবাইকে দুর্ঘটনা। এটি ঝুঁকিপূর্ণ। ঝুঁকি থেকে বাঁচতে মোটরবাইক চালানোর সঠিক স্যুট পরার বিকল্প নেই। মোটরবাইক আরোহীকে নিরাপদ রাখতে বিজ্ঞানীরা উদ্ভাবন করলো বিশেষ ধরনের জ্যাকেট।
বিশেষ ধরনের এই জ্যাকেট তৈরি করেছে ইউরোপের জ্যাকেট নির্মাতা প্রতিষ্ঠান ডেইনেস। জ্যাকেটটির নাম রাখা হয়েছে ডেইনেস ডি এয়ার রেসিং মিসানো স্যুট।
স্যুটটি পরলে বাইকের সাথে সংযুক্ত থাকার বাধ্যবাধকতা নেই। স্যুটটিতেই সেন্সর দেয়া আছে, যেটা আপনার শরীরের গতিশীলতাকে বুঝতে পারবে। কোনো ধরনের দুর্ঘটনার কারণে ক্র্যাশ হওয়ার সাথে সাথেই স্যুটটির এয়ারব্যাগগুলো কার্যকর হয়ে যাবে।
এতে যেকোনো আঘাত থেকে চালককে রক্ষা করবে ডেইনেস ডি এয়ার রেসিং মিসানো স্যুট। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগবে মাত্র ৩০ মিলি সেকেন্ড।
২০১২ থেকে ইউরোপে সহজলভ্যে চলতি বছরের সেপ্টেম্বর থেকে জ্যাকেটি পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রে। জীবন রক্ষাকারী এই জ্যাকেটের মূল্য ২৫০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ব্যতীত বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১ লাখ ৯৫ হাজার।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�