মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০১:১৫:৪৫

১ থেকে ৯, সংখ্যানুযায়ী কেমন কাটবে নতুন বছর!

১ থেকে ৯, সংখ্যানুযায়ী কেমন কাটবে নতুন বছর!

এক্সক্লুসিভ ডেস্ক: আর তিন দিন বাকি। নতুন বছর দোড়গোড়ায় কড়া নাড়ছে। এ বছর তো এক প্রকার কাটিয়ে ফেলেছেন। ভালো-মন্দ মিলিয়ে অভিজ্ঞতাও কম হয়নি সকলের। আগামী বছর কী কী অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে জানাচ্ছি আমরা। নিউমেরোলজি অনুযায়ী জন্ম তারিখ মিলেয়ে জেনে নিন কেমন কাটবে সামনের বছর। ১, ১০, ১৯, ২৮ তারিখে যাদের জন্ম: সাড়ম্বরে স্বাগত জানাবেন নতুন বছর। শুরু তিন মাসে তো এনার্জিতে ভরপুর থাকবেন। খুব সম্ভবত, এই সময়ের মধ্যে ভালো কোনও খবর পেতে পারেন। রাজনীতি, প্রশাসনিক চাকুরে এবং চিকিত্‍সা সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এ বছর তাদের ভালোই কাটবে। জুলাই থেকে সেপ্টেম্বর থেকে মাসের মধ্যে জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। ব্যবসায়ীদের জন্য মার্চ মাস থেকে অক্টোর পর্যন্ত লাভজনক থাকবে। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তারা লেগে থাকুন। এ বছর শিঁকে ছিঁড়তে পারে। চর্মরোগে দীর্ঘ দিন ধরে যাঁরা ভুগছেন, রোগমুক্তি ঘটতে পারে। ২, ১১, ২০, ২৯ তারিখে যাদের জন্ম: শুরুটা ভালোই করবেন। কিন্তু প্রথম মাস কাটতে না কাটতেই পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জুনের মাঝামাঝি থেকে সময় পাল্টাবে। আর্থিক লাভ এবং মানসিক শান্তি ফিরে পাবেন। বিশেষত মহিলা যাতকদের ক্ষেত্রে ভাগ্য উদয়ের যোগ রয়েছে। চাকুরজীবীদের জন্য জুন, জুলাই এবং নভেম্বর মাস ভালো কাটবে না। যতটা সম্ভব বসের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। না হলে ক্ষতি হতে পারে। আমদানি-রফতানি, কাপড়ের ব্যবসায়ীরা বছরের শেষ দিকে ভালো মুনাফা করবেন। সর্দি-কাশির সমস্যা ভোগাতে পারে। একটু সাবধানে থাকুন। ৩, ১২, ২১, ৩০ তারিখে যাদের জন্ম: শুরুটা ধীর গতির হবে। তবে মার্চের মাঝামাঝি পেরিয়ে গেলে ভালো সময়ের আসবে। সারা বছর থাকবে। এ বছর ভীষণ ভালো কাটাবেন আপনারা। মনের অনেক ইচ্ছা এ বছর পূরণ হবে। দাম্পত্য কলহ শুরুতে থাকলেও মাঝামাঝি কেটে গিয়ে সম্পর্ক মধুর হবে। চাকুরিজীবীদের জন্য বছর মোটামোটি যাবে। পেট্রোলিয়াম এবং থার্মাল পাওয়ার সেক্টরে যারা কাজ করেন, তাদের পদোন্নতির যোগ রয়েছে। ইঞ্জিনিয়ারিং ছাত্রদের ক্ষেত্রেও বছর ভালো কাটবে। যাঁরা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী, তাঁরা মনের মতো বর পেতে পারেন। রক্তচাপ জনিত সমস্যা যাদের রয়েছে, তারা একটু সাবধানে থাকুন। ভুগতে হতে পারে। শরীরে খেয়াল রাখা প্রয়োজন। ৪, ১৩, ২২, ৩১ তারিখে যাদের জন্ম: আপনাদের জন্য এ বছর জাস্ট ফাটাফাটি কাটবে। অনেক ভালো ভালো খবর আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। চাকুরিজীবীরা খালি বসের মন বুঝ চলার চেষ্টা করুন। তা হলে খুব একটা চিন্তার কিছু থাকবে না। যারা কম্পিউটার এবং রাসায়নিক সংক্রান্ত কাজে জড়িত, তাদের এ বছর বিশেষ ভালো যাবে। যারা প্রেম করছেন বা বিয়ে করেছেন, তাদের জন্যেও ভালো খবর মিলবে। যারা রক্তচাপ এবং সুগারের সমস্যায় ভুগছেন, তারা বছরের শেষ দিকে শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখুন। ৫, ১৪, ২৩ তারিখে যাদের জন্ম: ভবিষ্যত্‍ নিয়ে যারা একটু চিন্তায় আছেন, তারা একটু সাবধানে থাকুন। এতে বছরের শুরু থেকে আপনার কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে। যারা নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত, মে মাসের পর থেকে তারা লাভের মুখ দেখবেন। ব্যাঙ্কিং সেক্টরে যারা চাকরি করছেন, তাদের এ বছর ভালো কাটবে। পদোন্নতির যোগ রয়েছে। দাম্পত্য কলহে সমস্যায় পড়বেন। মনে রাখুন, অহংকার দূরে রাখলে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। পেটের সমস্যায় সারা বছর ভুগতে হতে পারে। শরীরে প্রতি খেয়াল রাখুন। ৬, ১৫, ২৪ তারিখে যাদের জন্ম: ইচ্ছাশক্তি এবং উন্নতির ইচ্ছা নিয়ে বছর শুরু করবেন। তবে অত্যাধিক কল্পনাপ্রবণতা বর্তমানে আপনার কাজের ক্ষতি করতে পারে। সাহিত্য, সঙ্গীত, পুলিশ এবং ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত ব্যক্তিদের বছর ভালো কাটবে। জুলাই থেকে সেপটেম্বরের মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের সময় বেশ ভালো যাবে। পড়াশোনা শেষ করে যারা চাকরির আশায় রয়েছেন, আপনাদের জন্য সুখবর অপেক্ষা করছে। কিডনির সমস্যা যাদের রয়েছে, তারা একটু সাবধানে থাকুন। ৭, ১৬, ২৫ তারিখে যাদের জন্ম: বছরের শুরুতে পরিবার এবং নিকট বন্ধুদের পাশে পাবেন। জমিজমা নিয়ে বিবাদ মেটার সম্ভাবনা রয়েছে। যারা বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন, তাদের ইচ্ছে পূরণ হবে। মহিলাদের জন্য এ বছর বিশেষ ভালো কাটবে। যারা বিয়ের অপেক্ষায় রয়েছেন, তারা মনের মতো সঙ্গী পেতে পারেন। চাকুরিজীবীদের ক্ষেত্রে জুন, জুলাই এবং নভেম্বর মাস একটু কঠিন হতে চলেছে। ব্যাঙ্কিং এবং তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে যাঁরা রয়েছেন, তাদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরাও লাভের মধ্যেই থাকবেন। ৮, ১৭, ২৬ তারিখে যাদের জন্ম: অহংকার পতনের মূল। কথাটি মনে রাখলে বছর ভালো কাটার আশা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে জুলাই থেকে সেপ্টেম্বর ভালো কাটবে। নতুন ব্যবসাও শুরু করতে পারেন। কারিগরি এবং সেনাবাহিনীতে যারা রয়েছেন তাদের বছর ভালো কাটবে। দাম্পত্য কলহ হতে সাবধান থাকুন। ছোটখাটো কারণেও ঝামেলা হতে পারে। যে সব অভিভাবক সন্তানের জন্য জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজছেন, তারাও একটু নাজেহাল হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা বছর শেষে ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে পারেন। রক্তচাপ এবং পেটের রোগে যারা ভুগছেন তারা শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখুন। ভুগতে হবে পারে। ৯, ১৮, ২৭ তারিখে যাদের জন্ম: সাহিত্য, সঙ্গীত এবং কলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এ বছর যথেষ্ট ভালো করবেন। চাকুরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। সরকারি চাকুরেদের ক্ষেত্রেও বছর বেশ ভালো কাটবে। ব্যবসায়ীরা বছরের শুরু দিকে লাভ করবেন। তবে শেষ দিকে কোনও নতুন ব্যবসায় হাত না দেওয়াই ভালো। ক্ষতির সম্মুখীন হতে পারেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত, বছরের প্রথম ৬ মাস তাদের ক্ষেত্রে এক নতুন দিশা মিলতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। মাথা গরম করলে ফল আরও খারাপ হতে পারে। একে অপরের প্রতি একটু নজর দিন। -ইন্ডিয়া টাইমস ২৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে