আলোর সংকেতে চলবে গাড়ি
এক্সক্লুসিভ ডেস্ক : আলোর সংকেতে চলবে গাড়ি। আলোর লাল, সবুজ ও নীল রশ্মি বিশ্লেষণ করে চিহ্নিত করে দেবে রাস্তা, স্ট্রিট সাইন, রোড মার্কার, মানুষ এমনকি আকাশও। চালকবিহীন গাড়ির জন্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এবার আবিষ্কার করেছেন নতুন এক ‘সেগনেট’ সিস্টেম। এই বিষয়ে বলা হয়েছে, সিস্টেমটি একটি ‘বেইজিয়ান’ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে চারপাশের আরজিবি ইমেজ আলো ও রঙের বিভিন্ন স্তর চিহ্নিত করতে পারে।
‘সেগনেট’ নিজে কয়েক মিটারের মধ্যে নিজের এবং আশপাশের বিভিন্ন বস্তুর অবস্থান চিহ্নিত করে নিয়ে গাড়িটিকে সঠিকভাবে চলতে সাহায্য করে। অর্থ্যাৎ, সেগনেট জিপিএস-এর থেকেও অনেক বেশি উন্নত।
গবেষক দলের প্রধান প্রফেসর রবার্টো কিপোলা এই বিষয়ে জানিয়েছেন, “এই ধরনের প্রযুক্তি আগে ঘরের কাজে ব্যবহার করা হত কিন্তু এখন তা আরও উন্নত করে স্বনিয়ন্ত্রিত গাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। স্বনিয়ন্ত্রিত গাড়ির উপর চালকদের সম্পূর্ণ নির্ভরতা অর্জন করতে আরও সময় লাগবে। কিন্তু এই ধরনের প্রযুক্তি আমরা যত নিঁখুত ও কার্যকর করতে পারবো, স্বনিয়ন্ত্রিত গাড়ির প্রচলনের দিকে আমরা ততই এগিয়ে যাবে।” সূত্র : কলকাতা
২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�