মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৮:৪৯

লাশ ফুলে রক্ত ঝরছে!

লাশ ফুলে রক্ত ঝরছে!

আন্তর্জাতিক ডেস্ক : বিরল প্রজাতির এই ফুলটির চারপাশে ঘিরে থাকা লাল পাপড়িটিকে দেখলে মনে হয় এর গা থেকে রক্ত ঝরছে। ২ ফুট লম্বা বিশাল আকৃতির এই ফুল। করপস ফ্লাওয়ার নামের এই ফলটির আসল নাম অ্যামোরফোফাল্লুস টিটানিয়াম। তবে এটি সাধারণত শব বা লাশ ফুল নামেই বেশি পরিচিত। অস্ট্রেলিয়ার মাউন্ট লফটি বোটানিক গার্ডেনে বিশ্বের সবচাইতে বড় ফুল দেখতে ভিড় জমিয়েছেন অনেক দর্শনাথী। তবে ফুলটির ঘ্রাণও বিদঘুটে, অনেকটা পঁচা মাছের মত হওয়ায় সমস্যায় পড়ছেন তারা। সোমবার সকালে ফুলটি ফোটার পর বাগানের আশেপাশে বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ে। বাগান মালিক বুঝতে পারেন তার শখের গাছে ফুল ফুটেছে। প্রায় দু সপ্তাহ আগে থেকেই এটি পাপড়ি মেলতে শুরু করেছিল। সম্পূর্ণ প্রস্ফুটিত হয়েছে সোমবার। গত দশ বছর পর এটি ফুটল। গত আট বছর ধরে এই বিরল ফুলটি ফোটানোর জন্য চেষ্টা করে আসছিলেন কুলটার। তাই তো দীর্ঘদিনের পরিশ্রম সফল হওয়ায় তার আনন্দ ধরে না। ‘দারুণ লাগছে, আমি ভাবতেই পারিনি এটি ফুটবে।’ ফুলটির আদি নিবাস ইন্দোনেশিয়ার সুমাত্রায়। সেখানে সমূদ্রপৃষ্ঠ হতে ১২০ থেকে ৩৬৪ মিটার উচ্চতায় খাড়া পাহাড়ের গায়ে এটি জন্মায়। ২৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে