মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৮:৪৯

সাবধান, এই ৫ খাবার খেলে হতে পারে মৃত্যু

সাবধান, এই ৫ খাবার খেলে হতে পারে মৃত্যু

এক্সক্লুসিভ ডেস্ক : চেরি : এই ফল খেতে ভালবাসেন না, এমন লোকের সংখ্যাটা খুবই কমই পাওয়া যাবে। ৮ থেকে ৮০ বছর সবারই পছন্দ এই ফেভারিট খাবার। কিন্তু আপনি কি জানেন, এই চেরিই আপনার মৃত্যুর কারণ হতে পারে। চেরির মধ্যে থাকা সাইয়্যান্যাজিনের মিশ্রণ মানব শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে।

পটকা মাছ : জাপানি রেস্তোরা এবং এশিয়ার বিভিন্ন বাজারে পটকা মাছের চাহিদা চোখে পড়ার মত। জাপানে পটকা মাছের যেকোনও আহারই জিভে জল এনে দেয়। সামুদ্রিক এই মাছের কিছু অংশ এমন রয়েছে যা বিষের মতই মারাত্মক। আর যদি পটকা মাছের স্বাদ নিতেই হয় তাহলে বাদ দিন মাছের 'পটকা'।

রেড়ির তেল (Castor Oil) : একটা রেড়িতেই এত পরিমান বিষের উপাদান থাকে, যা প্রায় ১০০০ মানুষকে মেরে ফেলতে পারে। তবে রেড়ীর তেল পিউরিফাই (পরিশ্রুদ্ধ) করে নিলে তেমন কোনও আশঙ্কা থাকে না।

কাজুবাদাম (Wild Almonds) : কাজুবাদামে অনীহা, এমন মানুষ খুঁজতে হলে সংখ্যাটা হয়ত হবে 'শূন্য'। যারা কাজুবাদাম পছন্দ করেন না, তথ্যটা তাদের কাছে ভাল হলেও কাজু যাদের পছন্দের, তাদের কাছে একটু হলেও আশঙ্কার। গাছেই রয়েছে কাজুবাদাম, পেরে নিয়েই মুখে পুড়ে দিলেন, এতেই বিপদ আছে। ঐ বাদামে আছে সাইয়্যান্যাজিন, যা মানব দেহে বিষক্রিয়া ঘটাতে পারে। ঐ রকম ৫টা থেকে ১০টা কাজুবাদাম একসঙ্গে খেলে একটি শিশুর মৃত্যু সঙ্কা অবধারিত।

চিনাবাদাম (Peanuts) : অবাক হলেও এটা সত্যি, চিনাবাদামে রয়েছে 'allergic' উপাদান। এলার্জিক সিনড্রোম যখন তখন আপনার শরীরে দানা বাঁধতে পারে এবং কোনও রকম কিছু বোঝার আগেই আপনার দেহ এর সংক্রামক ছড়িয়ে পড়তে পারে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে