মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪০:৩১

বই খাতা ছাড়াই পাঠদান

বই খাতা ছাড়াই পাঠদান

এক্সক্লুসিভ ডেস্ক: দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে শিক্ষা পদ্ধতিও। দেশের প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল পাঠদান শুরু হতে হয়তো আর বেশি দেরি নয়। কারণ দেশে এবার সত্যি সত্যিই শুরু হয়েছে বই খাতা ছাড়া ডিজিটাল পদ্ধতির পাঠদান। এখন থেকে স্কুলজীবনের শুরু থেকেই ওরা পাঠ নেবে ডিজিটাল শ্রেণিকক্ষে। যেখানে বই খাতা ছাড়াই দেয়া হবে পাঠদান। এ ব্যবস্থা গড়ে উঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আরবান একাডেমিতে৷ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রথম শ্রেণিতে পড়ুয়া ৪০ শিক্ষার্থীর হাতে কি–বোর্ডযুক্ত ট্যাবলেট কম্পিউটার তুলে দেওয়া হলো গতকাল সোমবার৷ প্রতিটি ট্যাবলেটে রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম শ্রেণির সিলেবাস অনুসরণ করে তৈরি করা বিজয় প্রাথমিক শিক্ষা-১ সফটওয়্যার৷ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা এসব কম্পিউটার ও ডিজিটাল শ্রেণিকক্ষের কারিগরি সহায়তা দিচ্ছে বিজয় ডিজিটাল। ডিজিটাল শ্রেণিকক্ষ উদ্বোধন ও ট্যাবলেট কম্পিউটার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার, ডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হানসহ অনেকে। মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, এই ট্যাবলেট দিয়ে বিজয় প্রাথমিক শিক্ষা-১-এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ নেওয়ার পাশাপাশি কম্পিউটার ব্যবহারও শিখতে পারবে। আরবান একাডেমির অধ্যক্ষ সৈয়দ আরিফুজ্জামান বলেন, ‘২০১৮ সালের মধ্যে আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে ল্যাপটপে পাঠদান করা হবে।’ ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে