হাঁটতে অক্ষম শাহরুখ ভক্ত, কিন্তু সাঁতার কেটে মেডেল জয়!
এক্সক্লুসিভ ডেস্ক : হাঁটতে অক্ষম, কিন্তু সাঁতরেই জয় করতে চায় মেডেল। এমন কাণ্ড ঘটাতে চায় মইন। সে দাঁড়াতেও পারে না। এমনকি কোলের বাচ্চারা যে সামান্য আঘাতে কেঁদে ওঠে না, তেমন আঘাতেই হাঁড় ভেঙে যেতে পারে তার। তবুও সে চ্যাম্পিয়ন। সারা গায়ে ২০০টি ফ্র্যাকচার নিয়েও জাতীয় প্যারালিম্পিকে কর্নাটকের হয়ে সোনার মেডেল জিতেছে সে।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।
জন্ম থেকেই এক জটিল রোগে আক্রান্ত কর্নাটকের বেলগাউমের বাসিন্দা মইন জুনায়দি। রোগটির নাম অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। সহজ ভাষায় বলতে গেলে, জন্ম থেকেই মইনের হাড় ভীষণ ভঙ্গুর। সামান্য আঘাতেও ভেঙে যেতে পারে। যার কারণে হাঁটা তো দূরের কথা, সে উঠে দাঁড়াতেও পারে না। কিন্তু তাতে কী! মনে জেদ থাকলে মানুষ কতদূর যেতে পারে, তার উদাহরণ মইন।
যে ছেলে মাটিতে চলতে পর্যন্ত পারে না, সে-ই যখন পানিতে নামে তখন একেবারে অন্য মানুষ। একজন চ্যাম্পিয়নের মতো সাঁতার কাটে সে। সাঁতার কাটার সময় বহুবার চোট পয়েছে সে।
পানিতে ঝাঁপিয়ে পড়ার সময় তার হাড়ে চিড় ধরেছে প্রায় ২০০ বার। কিন্তু হার মানাতে পারেনি মইনকে। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত জাতীয় প্যারালিম্পিক সাঁতারে কর্নাটকের হয়ে সোনার মেডেল জিতেছে মইন।
শাহরুখ খানের অন্ধ ভক্ত মইনের ইচ্ছা, দেশের হয়েও মেডেল জেতা। বিদেশের মাটিতে তেরঙা পতাকা উঠিয়ে 'জনগণমন' বাজাতে চায় সে। এর জন্যই প্রাণপণ লড়ছে সে। সামনের বছরই প্যারালিম্পক গেমস রয়েছে। সেখানেই তার মনের ইচ্ছে পূরণ করতে চাচ্ছে ছোট্ট মইন।
২৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম