মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৫:৪৭

রেলপথটি যেন আকাশে

রেলপথটি যেন আকাশে

এক্সক্লুসিভ ডেস্ক: আকাশ দিয়ে চলে গেছে রেলপথ। বাচ্চাদের অ্যানিমেশন সিনেমায় প্রায়ই দেখা যায়। কিন্তু সত্যিই কি অমন রেলপথ হতে পারে? পুরোপুরি না হলেও, অনেকটা আকাশের কাছাকাছি একটা রেলপথ কিন্তু চীনারা ঠিকই বানিয়ে দেখিয়েছে। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথ ‘ট্রেন টু দ্য ক্লাউড’ রয়েছে আর্জেন্টিনায়। সমুদ্র পৃষ্ঠ থেকে ৪ হাজার ২শ মিটার উচুঁতে আন্দিজ পর্বতমালার উপরে ওই রেলপথ। ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের প্রকৌশলী রিচার্ড ফোন্টেন ওই রেলপথটি নির্মাণ করেন। আর্জেন্টিনার সিটি অফ সাল্টা থেকে রেলপথটি দিয়ে ট্রেনের যাত্রা শুরু হয়। প্রায় ৪শ ৩৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লা পোলভোরিলা ভায়াডাক্টে শেষ হয় যাত্রা। পথে ২৯ টি সেতু ও ২১ টি টানেল পার হয় প্রতিটি ট্রেন। ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে