বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৯:২৭

৮ হাজার কেজির এক মিষ্টিতে গিনেজবুকে রেকর্ড

৮ হাজার কেজির এক মিষ্টিতে গিনেজবুকে রেকর্ড

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের সর্ববৃহত্তম লাড্ডু বানিয়ে গিনেজ বুকে নাম লিখিয়ে নিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী ভক্ত আনজানিয়া সুইটস। তবে এটাই তার জন্য প্রথম রেকর্ড নয়। এর আগেও এই দোকানটি চারবার গিনেজ বুকে স্থান পেয়েছিলেন। এবার সহ সে সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চমবার। জানা গেছে, চলতি বছর মহারাষ্ট্রের গনেশ পুজোর সময় ৮ হাজার কেজির এই মিষ্টি বানায় তপেস্বরামের এই মিষ্টির দোকানটি। এর আগে ২০১১ সালে ৫ হাজার ৫৭০ কেজি, ২০১২ তে ৬ হাজার ৫৯৯ কেজি, ২০১৩ সালে ৭ হাজার ১৩২ কেজি এবং ২০১৪ সালে ৭ হাজার ৮৫৮ কেজির লাড্ডু বানিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিয়েছিলেন। শ্রী ভক্ত আনজানিয়া সুইটসের মালিক সালাদি ভেঙ্কটেস্বরা রাও জানান, 'তার দোকানের কর্মচারীদের অশেষ প্রচেষ্টার ফলেই পঞ্চম বার নিজেদের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছেন তাঁরা।' তিনি আরও জানান, 'তাঁদের পরবর্তী লক্ষ্য হল মহারাষ্ট্রে সাঁইবাবার পুজোতে ৫০০ কেজির খোয়া বানানো।' ৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে