গুগলের নতুন চশমা, ভাঁজ করে মানিব্যাগেও রাখা যাবে
এক্সক্লুসিভ ডেস্ক: পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগোল বেশ কয়েক বছর আগে বাজারে নিয়ে এসেছিল বিশেষ এক ধরণের চশমা। তখনকার সেই গুগল গ্লাসের কথা অনেকে হয়ত মনে করতে পারবেন। অনেকের হয়তো মনেই নেই। এই গুগল গ্লাস যখন বাজারে এসেছিল তখন অনেকের মনোযোগ কেড়েছিল।
তবে যাদের মনে নেই, তাদের চিন্তার কোন কারণ নেই। কারণ, মাঝখানে বন্ধ হয়ে গেলেও সেই গুগল গ্লাস আবার ফিরে আসছে।
তবে বিশেষ কিছু বৈশিষ্ট নিয়ে। নতুন এই গুগল গ্লাস ভাঁজ করে মানিব্যাগে পর্যন্ত রাখা যাবে। একটা চশমা মানিব্যাগে রাখা যাবে বিষয়টি সত্যিই অবাক হওয়ার মতো তাই না?
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) সম্প্রতি তাদের ওয়েবসাইটে গুগল গ্লাসের নতুন মডেলের তথ্য ও ছবি প্রকাশ করেছে। এটি সহজেই ভাজ করে পকেটে কিংবা গ্লাসের খাপে ভরে রাখা নেওয়া যাবে তাতে ডিভাইসটির কোনও ক্ষতি হবে না। নতুন গ্লাসটির ডান পাশের অংশে কিউব আকৃতির সেন্সর রয়েছে। যেটি দিয়ে ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করা যাবে এবং যাবতীয় তথ্যও মিলবে।
নতুন গ্লাসের প্রিজম পুরনো গ্লাসের চেয়ে অনেক বড়। তাই এটি দিয়ে বড় আকারের ছবি দেখা যাবে। ক্যামেরা রয়েছে দুই গ্লাসের মধ্যিখানে। ছবি তোলার জন্য ডান পাশের গ্লাসের উপরে প্রেস করতে হবে। আর এটি কিছুক্ষণ ধরে রাখলে ভিডিও করতে শুরু করে দেবে। ডিভাইসটির জন্য এখন সফটওয়্যার তৈরির কাজ চলছে।
৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল
�