সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৪:২১

বইয়ের পৃষ্ঠা পানিতে ছিঁড়ে ফেললেই হয়ে যাবে বিশুদ্ধ পানি!

বইয়ের পৃষ্ঠা পানিতে ছিঁড়ে ফেললেই হয়ে যাবে বিশুদ্ধ পানি!

এক্সক্লুসিভ ডেস্ক : আজব কারবার, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেললেই পানি হবে বিশুদ্ধ, হবে ব্যাকটেরিয়া মুক্ত।  অবিশ্বাস্য মনে হলেও ঘটনা তাই।  বইটি আবার পাঠও করা যাবে।

বইটির পৃষ্ঠাতেই ইংরেজি ও স্থানীয় ভাষায় লেখা রয়েছে এর ব্যাবহার বিধি।
পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেললে পানি বিশুদ্ধ হবে, এমন একটি বইয়ের প্রথম মাঠ পরীক্ষণ সফল বলে প্রমাণিত হয়েছে।

এই 'পানযোগ্য বই'য়ের পৃষ্ঠাগুলোতে লেখা রয়েছে কেন পানি বিশুদ্ধ করা প্রয়োজন এবং সেটা কীভাবে করা যায়।  পৃষ্ঠাগুলোতে রয়েছে রূপা ও তামার ক্ষুদে কণার আস্তরণ, যা মূলত পানিতে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলে।

পরীক্ষণে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও গানার ২৫টি দুষিত উৎস থেকে পানি সংগ্রহ করে এই পানযোগ্য বইয়ের পৃষ্ঠা ব্যবহার করার পর দেখা গেছে, পানি থেকে শতকরা ৯৯ ভাগেরও বেশি ব্যাকটেরিয়া দূরীভূত হয়েছে।

এর ফলে যে পানি পাওয়া যাচ্ছে তা যুক্তরাষ্ট্রের ট্যাপে সরবরাহ করা পানির মতোই বলে উল্লেখ করছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির আড়াইশ'তম জাতীয় বৈঠকে এ ফলাফল উপস্থাপন করা হয়।  তথ্যসূত্র : বিবিসি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে