সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৫:২৮

বিশ্বের প্রথম নজিরবিহীন পরমাণু হাসপাতাল

বিশ্বের প্রথম নজিরবিহীন পরমাণু হাসপাতাল

এক্সক্লুসিভ ডেস্ক: ইরান পরমাণু চিকিৎসার জন্য একটি বিশেষ হাসপাতাল গড়ে তুলতে চলেছে। সম্প্রতি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এমনটাই পরিকল্পনার কথা জানিয়েছেন মিডিয়ার কাছে। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তার সংস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও তেহরান পুরসভার মধ্যে একটি সমঝোতা হয়েছে। এই হাসপাতালে পারমাণবিক রশ্মির বিকিরণসহ নানা সাজ-সরঞ্জাম থাকবে রোগীদের জন্য।

গোটা পশ্চিম এশিয়ার মধ্যে এই হাসপাতাল হবে নজিরবিহীন একটি স্থাপনা। যা এর আগে কেউ চিন্তও করেনি তবে আমরা (ইরান) এবার তা করে দেখাবো। এর ফলে ইরানিদেরকে পারমাণবিক চিকিৎসা নেওয়ার জন্য আর বিদেশে যেতে হবে না বলেই জানিয়েছেন, পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে