মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ০১:৩৮:৫৭

ইজরায়েলদের এক মূর্তিমান আত'ঙ্ক ছিল এই বিশ্বজয়ী বাঙালি বীর!

ইজরায়েলদের এক মূর্তিমান আত'ঙ্ক ছিল এই বিশ্বজয়ী বাঙালি বীর!

এক্সক্লুসিভ ডেস্ক : “লিভিং ঈগলের” খ্যাত বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) সাইফুল আজমের মৃ'ত্যুতে শোক প্রকাশ করেছেন ফিলিস্তিনের নাগরিকরা। ফিলিস্তিনের প্রকৃত বন্ধু উল্লেখ করে তাঁর মৃ'ত্যুতে শো'ক প্রকাশ করেন তারা। 

ফিলিস্তিনের ইতিহাসবিদ ওসামা আল আশকার সাইফুল আজমকে অসাধারণ প্রতিভাধর বিমান সেনা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, 'বাংলাদেশ ও পাকিস্তানের ইয়েরা আল-আকসা মসজিদকে প্র'তিরোধ ও প্র'তিরোধে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে ল'ড়াই করেছেন।'

ফিলিস্তিনের অধ্যাপক নাজি শাউকরি টুইটারে সাইফুল আজমের মৃ'ত্যুতে শোক প্রকাশ করেন। তিনি লেখেন,"সাইফুল আজম ফিলিস্তিনকে ভালোবাসতেন এবং জেরুজালেমের স্বার্থে ল'ড়াই করেছিলেন"। এছাড়া ফিলিস্তিনের খ্যাতনামা সাংবাদিক তামের আল-মিশাল সাইফুল আজমকে 'আকাশের ঈগল' বলে উল্লেখ করেছেন। 

উল্লেখ্য, সাইফুল আজম ছিলেন, পৃথিবীর ২২ জন “লিভিং ঈগলের” মধ্যে তিনি ছিলেন অন্যতম। নিজ জীবদ্দশায় তিনি চারটি দেশের (জর্ডান, ইরাক, পাকিস্তান, বাংলাদেশ) পাইলট হয়ে আকাশে রাজত্ব করেছেন, ভূপতিত করেছেন সর্বোচ্চ সংখ্যক ইজরায়েলি ফাইটার! ইজরায়েলে পাইলটদের চোখে তিনি ছিলেন এক মূর্তিমান আত'ঙ্ক!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে