এমন একটি বিজ্ঞাপন যা অ্যারেঞ্জ ম্যারেজের সংজ্ঞা বদলে দেয়
এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমান সময়ের ছেলে এবং মেয়েদের অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি একটা নাক উঁচু ব্যপার থেকেই থাকে। তারা মনে করেন কয়েকদিনের আলাপে একটা ছেলেকে কিভাবে বুঝবেন যে এই ছেলেটির সঙ্গে সারা জীবন কাটাতে পারবেন। ভারতীয় পোশাকের ব্র্যান্ড 'বিবা' নতুন একটা বিজ্ঞাপন প্রকাশ করেছে। যেখানে অ্যারেঞ্জ ম্যারেজের অসুবিধাগুলিকে তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনটির প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে, মেয়েটিকে হবু শ্বশুর বাড়ির লোক এবং হবু স্বামী দেখতে এসেছে। ঘরে তৈরি হওয়ার সময় বাবা তাকে তাড়া দিতে এসেছিলেন। কিন্তু হঠাৎই মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করে,'বাবা শুধুমাত্র সিঙ্গারা খাইয়ে কীভাবে বুঝব যে আমি এর সঙ্গে সারা জীবন কাটাতে পারব?' এই কথা শোনার পর বাবা তাকে কিছুই বলেনি। কিন্তু তারপর শ্বশুর বাড়ির লোকের মেয়েকে পছন্দ হওয়ার পর মেয়ের বাবা ছেলেকে জিজ্ঞেস করে যে সে কি রান্না করতে পারে। তার উত্তরে জানতে পারেন কোনও রান্নাই করতে পারে না সে। তখন মেয়েটির বাবা বলেন, তাহলে কিভাবে এখানে বিয়ে দেওয়া যেতে পারে। তখন ছেলে নিজেই মেয়ের বাবার কাছ থেকে ১০ দিন সময় চেয়ে নেয়। এই ১০ দিনের মধ্যে রান্না শিখে আসবেন। যাতে সে তার শ্বশুর বাড়ির লোকদের মন জয় করে নিতে পারে। একটি সরল স্বাভাবিক বিজ্ঞাপনের মাধ্যমে অনেক বড় মেসেজ দেওয়া হয়েছে। যেখানে মানুষের মানসিক পরিবর্তন ঘটাতে চাওয়া হয়েছে বিজ্ঞাপনটির মধ্যে দিয়ে।
৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�