শুক্রবার, ১৯ জুন, ২০২০, ০৯:৩১:২৫

ভারতের ভয়ঙ্কর যে সাত মিসা'ইল বড় বড় দেশগুলোর জন্যও ভয়ের কারণ

ভারতের ভয়ঙ্কর যে সাত মিসা'ইল বড় বড় দেশগুলোর জন্যও ভয়ের কারণ

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের উন্নত দেশগুলোর মতো নিজেদের অ'স্ত্র ভা'ণ্ডারকে শ'ক্তিশা'লী করতে পিছিয়ে নেই ভারতও। অগ্নি সিরিজের বিভিন্ন মিসা'ইল, ব্রাহ্মস মিসা'ইসের দ্বারা বর্তমানে অনায়াসে ভারত ৩০ থেকে পাঁচ হাজার কিমি দূরে শ'ত্রু শিবিরেও হা'না দিতে পারে। ভারতের সাতটি সবচেয়ে শ'ক্তিশা'লী মিসা'ইলগুলো হলো-

১। অগ্নি সিরিজ: অগ্নি হল একপ্রকারের ব্লা'স্টিক মিসা'ইল। এই সিরিজে রয়েছে অগ্নি-১, যার রেঞ্জ ৭০০ কিমি। ২০০০ কিমি রেঞ্জের অগ্নি-২, ৩০০০ কিমি রেঞ্জের অগ্নি-৩, ৪০০০ কিমি রেঞ্জের অগ্নি-৪ ও ৫০০০ কিমি রেঞ্জের অগ্নি-৫। প্রস্তুতি চলছে অগ্নি-৬ মিসাইল বানানোর। মনে করা হচ্ছে এর রেঞ্জ হতে পারে ৮০০০ থেকে ১২ হাজার কিমি।

২। পৃথ্বী সিরিজ: পৃথ্বী হল ভারতের প্রথম দেশীয় মিসাইল। পৃথ্বী-১ এর রেঞ্জ ১৫০ কিমি, পৃথ্বী-২ ও পৃথ্বী-৩ এর রেঞ্জ যথাক্রমে ২৫০ ও ৩৫০ কিমি। পৃথ্বী ক্ষে'পণা'স্ত্রগুলিতে তরল অথবা তরল ও ক'ঠিন উভয় প্রকার জ্বালানিই ব্যবহার করা যায়। সা'মরিক ক্ষে'পণা'স্ত্র বলে পৃথ্বী পারমাণবিক ওয়ারহেডও বহন করতে স'ক্ষ'ম।

৩। ব্রাহ্মস : ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মিসা'ইল। এর নামকরণ হয়েছে ভারতীয় নদ ব্রহ্মপুত্র ও রাশিয়ার নদী মস্কোভার নামানুসারে। মাটি, আকাশ, পানি ও সাবমেরিন চার জায়গা থেকেই নিক্ষে'প করা যাবে এই মিসা'ইল। ব্রাহ্মসের রেঞ্জ ২৯০ থেকে ৩০০ কিমি।

৪। নি'র্ভ'য়: নির্ভয় হল কম খরচে বানানো সব আবহাওয়ায় কার্যকরী, লং রেঞ্জ মিসা'ইল। এক হাজার কিলোমিটার দূরের ল'ক্ষ্যব'স্তুকে চোখের নিমে'ষে ধ্বং'স করতে স'ক্ষ'ম এই ক্ষে'পণা'স্ত্র। শুধু তাই নয়, এই ক্ষে'পণা'স্ত্রের যা রেঞ্জ তাতে পাকিস্তান, চীন-সমেত বেশ কয়েকটি দেশ এর নিশা'নার আওতায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নি'র্ভ'য় ভারতের প্রতির'ক্ষাকে আরও অনেক মজবুত করেছে।

৫। নাগ: এটি একটি অ্যা'ন্টি ট্যা'ঙ্ক মিসা'ইল। ৫২৪ কোটি খরচে এই নাগ মিসা'ইল তৈরি করছে ডিআরডিও। এই সিস্টেমের মধ্যে থাকছে অ্যা'ন্টি ট্যাংক গাইডেড মিসা'ইল নাগ এবং মিসাইল কেরিয়ার ভেইকল অর্থাৎ যাতে করে সেই মিসা'ইল বহন করা হবে। দিনে হোক বা রাতে এই মিসাইল সহজেই শ'ত্রুপক্ষের ট্যাংক ধ্বং'স করতে পারবে। স্বাভাবিকভাবেই এই মিসা'ইল ভারতীয় সেনার শ'ক্তি বাড়াবে কয়েকগুন।

৬। ধনুশ: স্থল ও পানিতে দু'জায়গাতেই শত্রুকে আ'ঘা'ত করতে পারে এই মিসা'ইল। এর রেঞ্জ ৫০০ কিমি। ভারতের প্রতির'ক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও) সুসংহ'ত নিয়'ন্ত্রিত ক্ষে'পণা'স্ত্র উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসেবে এটি নির্মাণ করেছে। পৃথ্বী-৩ ক্ষে'পণা'স্ত্রের একটি সংস্করণ ধনুশ। এটি জাহাজ থেকেও ছোঁড়া যায়।

৭। প্রহা'র: প্রহার মিসাইলের রেঞ্জ ১৫০ কিমি। ভূমি থেকে ভূমি আ'ঘা'ত করতে সক্ষম এই ট্যাক্টিক্যাল ক্ষে'পণা'স্ত্র। এই ক্ষে'পণা'স্ত্রে রয়েছে অত্যাধুনিক ইনা'রশি'য়াল নে'ভিগে'শন সিস্টেম এবং ইলে'ক্ট্রো-মেকা'নিকাল অ্যা'কচুয়ে'শন সিস্টেম, যা অন্যান্য দেশের হাতে থাকা এই শ্রেণীর বাকি ক্ষে'পণা'স্ত্রগুলির চেয়ে প্রহা'রকে অনেকটাই এগিয়ে রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর কথা মাথায় রেখেই এই ক্ষে'পণা'স্ত্রকে তৈরি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে