মাঝ আকাশে ইঁদুরের দাপাদাপি, ফিরে এল বিমান
এক্সক্লুসিভ ডেস্ক : ইঁদুরের ভয়ে শেষ পর্যন্ত লন্ডন পর্যন্ত পৌঁছল না এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। মাঝপথ থেকেই আবার মুম্বাইতে বিমান ফিরিয়ে আনতে বাধ্য হলেন চালক। পরে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, লন্ডনগামী AI ১৩১ ফ্লাইটিতে আদৌ ইঁদুর ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই বিমানটি ফিরিয়ে আনা হয়েছে। বিমানের ভিতরে কোথাও ইঁদুর রয়েছে কি না, এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা তা খতিয়ে দেখছেন। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
পরে এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানে যাত্রীদের লন্ডনে পাঠানো হয়। এ জন্য প্রায় ছ-ঘণ্টা ফ্লাইট দেরি হয়। জানা গিয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডন ভায়া মুম্বাই ফ্লাইটটি বুধবার বেলা ১২টা ৫০-এ মুম্বাই থেকে ছাড়ে। বিমানটি যখন তেহরানের কাছাকাছি, সেসময় কয়েক জন যাত্রী কেবিনে ইঁদুর ছুটোছুটি করতে দেখে বিমানকর্মীদের তা জানান। এর পরই বিমান ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। DDCA-এর নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া।
৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�