বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০১:১৫:১৮

২০১৫ সালে টেকনোলজির ধনী ১৫ মহারথীর হালচাল

২০১৫ সালে টেকনোলজির ধনী ১৫ মহারথীর হালচাল

আইটি সরদার: টেকনোলজি নিয়ে ব্যস্ততার মধ্যে দারুণ কিছু টপিকস জানলে কেমন হয়? যেকারনে আজ আমি নিয়ে আসছি সর্বশেষ টেকনোলজি আপডেট নিয়ে সেরা ১৫ টেক উদ্যোক্তাদের যারা সবথেকে ধনী এই টেক জগতে। আশা করি নতুন অনেক তথ্য এবং নতুন কিছু টেক জায়ান্টের সাথে নতুন করে পরিচিত হবেন। আমি প্রত্যেকবারের মতো আজও নতুন এক টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। টেকনোলজি এমন একটা সেক্টর এখানে প্রতিনিয়ত নতুন ঘটনার জন্ম দেই কোন পেট্রোল বোমা ছোঁড়া ছাড়ায়। আমরা আপনারা যারা টেকনোলজি প্রেমী তারা নিজেদের এই কোলাহলের মধ্যে টেক আপডেট রাখতে খুব ভালোবাসি। টেকের নতুন খবর ছাড়া যে আমাদের দিনের অন্য কাজ পড়ে থাকে। কিন্তু এই একুশ শতকের যুগে নিজেকে পিছিয়ে রাখলে তো অন্যদের সাথে প্রতিযোগিতায় পারবো না। যেকারণে আমরা সবাই একুশ শতকের এই সর্বশেষ টপিকস নিয়ে আলোচনায় থাকবো। টেকনোলজি নিয়ে আপনাদের সামনে না আসলে মনে হয় আমিও কি যেন পাচ্ছি না, কি জন্য হচ্ছে না। যেকারণে প্রতিঘণ্টায় ১০ মিনিটের জন্য হলেও এই টেকটিউনস ঘাটি। সারাক্ষন ভাবী নতুন কোন টেকনোলজি আমার অগোচরে ঘটে গেলো নাতো! আপনাদের কি এমন হয়? আর বেশি কথা বাড়াবো না। মূল টপিকসে চলে আসি। আজকে আমাদের একদম নতুন নিউজ ২০১৫ সালে টেকনোলজির সবথেকে ধনী ১৫ ব্যক্তি এবং তাদের পরিচয়, কর্মক্ষেত্র। প্রতি বছর ফোর্বস সাময়িকী বিশ্বের সেরা ধনীর তালিকা তৈরি করেন। এবার অবিশ্বাসী হলেও সত্য অনেক গুলো টেক ম্যান এই তালিকায় স্থান করে নিয়েছেন। তাদের মধ্যে সেরা ১৫ জন টেক নিয়ে টেকটিউনস প্রেমীদের জন্য বিশেষ আয়োজন। তাহলে দেরি কেন। আসুন শুরু করে দেই। আর দেরি অসহ্য লাগে! এবার জেনে নেয়া যাক ২০১৫ সালে টেকনোলজির সবথেকে ধনী ১৫ ব্যক্তি সম্পর্কে। ১৫) শিভ নাধার (Shiv Nadar), সহ-প্রতিষ্ঠাতা HCL গ্রুপ: শিভ নাধার একজন ভারতীয় যিনি HCL গ্রুপের প্রতিষ্ঠাতা। এইচসিএল একটি সফটওয়্যার কন্সাল্টিং প্রতিষ্ঠান এবং টেকনোলজি বেজড আরও অনেক সেবা তারা প্রদান করে। এইচসিএল গ্রুপের নেট ইনকাম ৬.৫ বিলিয়ন যেখানে এইচসিএল টেকনোলজির ৩.৭ বিলিয়ন ডলার, যা ৫.৪ বিলিয়নের মধ্যে ১ বিলিয়ন নেট লাভ থাকে। শিভ নাধারের বিশ্ব র‍্যাংক ৬৬। সম্পদের পরিমানঃ ১৪.৮ বিলিয়ন ডলার। বয়সঃ ৬৯। সম্পদের উৎসঃ তথ্য-প্রযুক্তি। ১৪) রবিন লি (Shiv Nadar) প্রতিষ্ঠাতা এবং সি,ই,ও বাইদু (Baidu): রবিন লি একজন ইন্টারনেট উদ্যোক্তা। তিনি চীন বেজড সার্চ ইঞ্জিন বায়দুর প্রতিষ্ঠাতা। তিনি চীনের দ্বিতীয় ধনী। টেকনোলজি উদ্যোক্তা হিসেবে তিনি বিশ্ব সমাদৃত। তিনি চীন থেকে তথ্য-প্রযুক্তিতে স্নাতক এবং ১৯৯৪ সালে ইউএসএ থেকে কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স। রবিন লির বিশ্ব র‍্যাংক ৬২। সম্পদের পরিমানঃ ১৫.৩ বিলিয়ন ডলার। বয়সঃ ৪৬। সম্পদের উৎসঃ ইন্টারনেট সার্চ। ১৩) মা হাউতেং (Ma Huateng) প্রতিষ্ঠাতা টেনসেন্ট: মা হাউতেং চীনের টেক উদ্যোক্তা। একটি সাময়িকি তাঁকে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিশ্বের সবথেকে প্রভাবিত ব্যক্তি ঘোষণা দেন। তিনি টেনসেন্ট নামক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। যেটা ম্যাছ মিডিয়া, মোবাইল ইলেক্ট্রনিকস এবং অনলাইন নির্ভর বিভিন্ন সেবা দেন। টেনসেন্টের WeChat নামক মোবাইল টেক্সট অ্যাপ যা ৪৪০ মিলিয়ন বাবহারকারি, যেখান থেকে তিনি বেশিরভাগ রেভিনিউ জেনারেট করেন। মা হাউতেংয়ের বিশ্ব র‍্যাংক ৫৬। সম্পদের পরিমানঃ ১৬.১ বিলিয়ন ডলার। বয়সঃ ৪৩। সম্পদের উৎসঃ ইন্টারনেট মিডিয়া। ১২) পল অ্যালেন (Paul Allen) সহ-প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট: পল অ্যালেন এই নামটার সাথে হয়তো আপনারা পরিচিত, তিনি বিল গেটসের সাথে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। তিনি একজন ইন্টারনেট উদ্যোক্তা। তিনি গেটসের স্কুল বন্ধু এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালে পল অ্যালেন এবং বিল গেটস এই বিশ্বখ্যাত কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। মা হাউতেংয়ের বিশ্ব র‍্যাংক ৫১। সম্পদের পরিমানঃ ১৭.৫ বিলিয়ন ডলার। বয়সঃ ৬২। সম্পদের উৎসঃ মাইক্রোসফট ১১) আজিম হাসিম প্রেমজি (Azim Premji) চেয়ারম্যান উয়িপরো লিমিটেড: আজিম হাসিম প্রেমজি একজন ভারতীয় ইন্টারনেট উদ্যোক্তা এবং উয়িপরো লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান মূলত সফটওয়্যার রপ্তানি করে। তিনি এবং তার প্রতিষ্ঠান ভারতের ৩য় বৃহৎ আউটসোর্সার প্রতিষ্ঠান। আজিম হাসিম প্রেমজির বিশ্ব র‍্যাংক ৪৮। সম্পদের পরিমানঃ ১৯.১ বিলিয়ন ডলার। বয়সঃ ৬৯। সম্পদের উৎসঃ সফটওয়্যার। ১০) মাইকেল এইচ ডেল (Michael Dell) প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সিইও ডেল: মাইকেল ডেল প্রযুক্তি উদ্যোক্তা, লেখক এবং ব্যবসায়ী। তিনি বিশ্বখ্যাত পার্সোনাল কম্পিউটার ডেলের প্রতিষ্ঠাতা। মাইকেল ডেলের বিশ্ব র‍্যাংক ৪৭। সম্পদের পরিমানঃ ১৯.২ বিলিয়ন ডলার। বয়সঃ ৫০। সম্পদের উৎসঃ ডেল। ৯) লুইরেন পাওয়েল জবস (Laurene Powell Jobs) প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান কালেকটিভ: লুইরেন পাওয়েল জবস ছিলেন স্টিভ জবসের স্ত্রী। তিনি সহ প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট কলেজ ট্রাক। কলেজ ট্রাক স্কুল, কলেজের বিভিন্ন অসুবিধা তুলে ধরে। তিনি ডিজনেরও সহ-প্রতিষ্ঠাতা। তিনি রাজনৈতিক এবং সংস্কৃতিক অনেক পরিচিত এবং প্রভাবক হিসেবেও কাজ করেন। লুইরেন পাওয়েল জবসের বিশ্ব র‍্যাংক ৪৫। সম্পদের পরিমানঃ ১৯.৫ বিলিয়ন ডলার। বয়সঃ ৫১। সম্পদের উৎসঃ অ্যাপল এবং ডিজনে। ৮) স্টিভ বলমার (Steve Ballmer) সি,ই,ও মাইক্রোসফট: স্টিভ বলমার সাবেক মাইক্রোসফট সি,ই,ও (২০০০-২০১৪) এবং তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা। তিনি বর্তমানে লস এঞ্জেলস ক্লিপারের মালিক। বাস্কেটবলে তার দারুণ আগ্রহ। স্টিভ বলমারের বিশ্ব র‍্যাংক ৩৫। সম্পদের পরিমানঃ ২১.৫ বিলিয়ন ডলার। বয়সঃ ৫৮। সম্পদের উৎসঃ মাইক্রোসফট। ৭) জ্যাক মা (Jack Ma) প্রতিষ্ঠাতা, আলিবাবা ডট কম: জ্যাক মা চীনের প্রথম সারির ধনী এবং আলিবাবা ই-কমার্স সাইটের প্রতিষ্ঠাতা। তিনি সর্বাধিক আলোচিত ব্যক্তিদের একজন এই টেকনোলজি জগতে। তার আলিবাবা গ্রুপ নিউইয়র্ক স্টক-এক্সসেঞ্জে ২৫ বিলিয়ন ডলারের রেকর্ড গড়েন। আলি অনালাইন পে সিস্টেমও সর্বাধিক জনপ্রিয়। জ্যাক মার বিশ্ব র‍্যাংক ৩৩। সম্পদের পরিমানঃ ২২.৭ বিলিয়ন ডলার। বয়সঃ ৫০। সম্পদের উৎসঃ ই-কমার্স (আলিবাবা)। ৬) সারজে ব্রিন (Sergey Brin) সহ-প্রতিষ্ঠাতা, গুগল এবং স্পেসাল প্রোজেক্ট ডিরেক্টর, গুগল: সারজে ব্রিন একজন রাশিয়ান-অ্যামেরিকান কম্পিউটার প্রোগ্রামার, উদ্যোক্তা এবং ইনভেস্টোর। তিনি গুগলের সহ-প্রতিষ্ঠাতা লেরি পেইজের সঙ্গে। তিনি গুগলে স্পেসাল প্রোজেক্ট ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। সারজে ব্রিনের বিশ্ব র‍্যাংক ২০। সম্পদের পরিমানঃ ২৯.২ বিলিয়ন ডলার। বয়সঃ ৪১। সম্পদের উৎসঃ গুগল। ৫) লেরি পেইজ (Larry Page) সিইও গুগল (সহপ্রতিষ্ঠাতা): লেরি পেইজ একজন অ্যামেরিকান কম্পিউটার বিজ্ঞানি এবং সফল টেক উদ্যোক্তা। তিনি বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন গুগলের সহ-প্রতিষ্ঠাতা। তিনি ইন্টারনেট সার্চ র‍্যাঙ্কেরও জনক। তিনি বর্তমানে গুগল ইঙ্কের সি,ই,ও। বর্তমান যুগে সবথেকে প্রভাবিত ডিজিটাল কোম্পানি। ১ বিলিয়নের বেশি মোবাইল তাদের অপারেটিং সিস্টেম ব্যবহার করছে। যা প্রতি ৭ জন ব্যবহারকারীর ১ জন। লেরি পেইজের বিশ্ব র‍্যাংক ১৯। সম্পদের পরিমানঃ ২৯.৭ বিলিয়ন ডলার। বয়সঃ ৪১। সম্পদের উৎসঃ গুগল। ৪) মার্ক জুকারবারগ (Mark Zuckerberg) সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ফেসবুক: মার্ক জুকারবারগ অ্যামেরিকান কম্পিউটার প্রোগ্রামার এবং ইন্টারনেট উদ্যোক্তা। তিনি সবথেকে বেশি পরিচিত জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে এবং তিনি এই ফেসবুকের সি,ই,ও। মোবাইল অ্যাড সম্প্রসারণ করায় ফেসবুকের আয় ৫৮% বৃদ্ধি পায়, যার পরিমান ছিল ১২.৫ বিলিয়ন ডলার। সমগ্র বিশ্বে ৩ বিলিয়ন ভিডিও দেখে প্রতিদিন এবং ১.৪ বিলিয়ন ব্যবহারকারী সবসময় থাকছে ফেসবুকে। মার্ক জুকারবারগের বিশ্ব র‍্যাংক ১৬। সম্পদের পরিমানঃ ৩৩.৪ বিলিয়ন ডলার। বয়সঃ ৩০। সম্পদের উৎসঃ ফেসবুক। ৩) জেফ বেজোস (Jeff Bezos) প্রতিষ্ঠাতা এবং সিইও অ্যামাজান ডট কম: জেফারো প্রেস্টোন জেফ অ্যামেরিকান বিজনেস ম্যান, ইনভেস্টর। তিনি সর্বাধিক পরিচিত অ্যামাজান ডট কমের প্রতিষ্ঠাতা। তিনি একজন সফল অনলাইন উদ্যোক্তা। অ্যামাজান মুভি বিজনেসেও অগ্রসর হচ্ছে। জেফারো প্রেস্টোন জেফের বিশ্ব র‍্যাংক ১৫। সম্পদের পরিমানঃ ৩৪.৮ বিলিয়ন ডলার। বয়সঃ ৫১। সম্পদের উৎসঃ অ্যামাজান। ২) লউরেনস জে. এলিসন (Larry Ellison) সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ওরাকল: লউরেন্স জে. এলিসন অ্যামেরিকান কম্পিউটার প্রোগ্রামার, ইন্টারনেট উদ্যোক্তা, ব্যবসায়ী। তিনি সফটওয়্যার কোম্পানি ওরাকল কর্পোরেশনের সি,ই,ও হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৯৭৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত। এলিসন প্রথম সিলিকন ভ্যালি কেন্দ্রিক উদ্যোক্তা। তিনি মধ্যবর্তী পরিবারে বড় হয়েছিলেন। লউরেন্স জে. এলিসনের বিশ্ব র‍্যাংক ৫। সম্পদের পরিমানঃ ৫৪.৩ বিলিয়ন ডলার। বয়সঃ ৭০। সম্পদের উৎসঃ ওরাকল। ১) বিল গেটস (Bill Gates), সহ-প্রতিষ্ঠাতা মাইক্রোসফট: বিল গেটস সম্পর্কে আসলে বলার কিছু আছে বলে আমার মনে হয় না। তারপরও একটু স্মরণ করে দেই। তিনি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। তিনি একজন কম্পিউটার প্রোগ্রামার। তিনি একজন সফল ব্যবসায়ী। তিনি ২১ বারের মধ্যে ১৬ বার বিশ্বের শ্রেষ্ঠ ধনীর পদ ধরে রেখেছেন। গেটসের সমপদের বেশির ভাগ অর্থ আসে মাইক্রোসফট থেকে, যা তিনি ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করেন। বিল গেটসের বিশ্ব র‍্যাংক ০১। সম্পদের পরিমানঃ ৭৯.৩ বিলিয়ন ডলার। বয়সঃ ৫৯। সম্পদের উৎসঃ মাইক্রোসফট এবং নিজের অন্য ইনকাম (বিল এবং মেলেন্ডা গেটস ফাউন্ডেশন) বিশ্বের সেরা এই ধনী নানাভাবে আমাদের প্রযুক্তি জগতকে করেছে সমৃদ্ধ। এই জগতে তারা আছেন চিরস্মরণীয় হয়ে, বিশেষ করে এই প্রযুক্তি জগতে। কবে যে বাংলাদেশের টেক উদ্যোক্তার নাম এই রকম প্রযুক্তির বিভিন্ন লিস্টে দেখতে পারবো! আপনাদের মতামত টিউমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। তথ্য-সুত্রঃ ফোর্বস সাময়িকী ৩১ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে