সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৭:৪৬

সর্ববৃহৎ ছাতা বানিয়ে গিনেস বুকে রেকর্ড

এক্সক্লুসিভ ডেস্ক: পূর্ব চীনের জিয়াংঝি প্রদেশের ছাতা প্রস্তুতকারী এক কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় ছাতা তৈরি করে গিনেস বুকে নাম লিখিয়েছে। ছাতাটি ২৩ মিটার ব্যাসার্ধ এবং ১৪.৪ মিটার (৪৭ ফুট) লম্বা।

৫.৭ টন বা প্রায় ৫ হাজার ৭০০ গ্রাম ওজনের এই চীনা ছাতাটি বসছে এক প্লাজায়। ৪১৮ স্কোয়ার মিটার জায়গা জুড়ে এই ছাতাটি রয়েছে।

এর আগে ২০১০ সালে ভারত এই রেকর্ড গড়েছিল। ভারতের ম্যাক্স নিউ ইয়র্ক লাইফ ইনসিওরেন্স-এর তৈরি ছাতাটি এতদিন ছিল গিনেস বুকের বিচারে বিশ্বের সবচেয়ে বড়। ছাতাটির পরিধি ৫৬ ফুট, উচ্চতা ছিল ৩৬ ফুট (১০.৯৭ মিটার)। ছাতাটির ওজন ২ হাজার ২০০ কেজি। সেই রেকর্ডটাই ভেঙে দিল চীনের ছাতা কোম্পানি।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে