রবিবার, ১৯ জুলাই, ২০২০, ১০:০৫:০৬

আজ বিস্ময়কর দিনের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী, চাঁদের সঙ্গে আরও ৫টি গ্রহকে দেখা যাবে

 আজ বিস্ময়কর দিনের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী, চাঁদের সঙ্গে আরও ৫টি গ্রহকে দেখা যাবে

এক্সক্লুসিভ ডেস্ক : রোববারের দিনটিকে বিস্ময়কর বলা হচ্ছে। কারণটাও বিস্ময়কর, কেননা মহাজাগতিক এক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। চাঁদের সঙ্গে আরও ৫টি গ্রহকে দেখা যাবে আকাশে। কোনও টেলিস্কোপ ছাড়াই। একেবারে খালি চোখে। এই গ্রহগুলো হল, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। এই ৫ গ্রহকে আকাশে খালি চোখে দেখা যাবে রোববার। 

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন দিয়েছে এ তথ্য। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার চাঁদের সঙ্গে আরও পাঁচটি গ্রহকে দেখা যাবে। শত কোটি মাইল দূরের গ্রহগুলো দেখতে টেলিস্কোপের দরকার হবে না। একদম খালি চোখে মানুষ গ্রহগুলো দেখতে পাবে।

গবেষকরা জানাচ্ছেন, ৫টি গ্রহকে খালি চোখে আকাশে দেখতে গেলে চাঁদ ওঠার কম করে ১ ঘণ্টা আগে আকাশের দিকে তাকাতে হবে। তাহলেই এই মহাজাগতিক বিস্ময় চোখে পড়বে। যদি এ বারে এই দৃশ্য কোনও ভাবে মিস করেন, তাহলে ফের ৫ গ্রহকে একসঙ্গে আকাশে দেখতে আপনাকে অপেক্ষা করতে হবে ২০২২ সালের জুন মাস পর্যন্ত।

মহাকাশ গবেষক জেফরি হান্ট সংবাদমাধ্যম সিনেটকে জানিয়েছেন, উজ্জ্বল নক্ষত্রের মতো বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে দেখা যাবে। বুধকে দেখা যাবে উত্তর-উত্তরপশ্চিম দিকে, দক্ষিণ-পূর্বে দেখা যাবে মঙ্গল গ্রহকে ও দক্ষিণ-পশ্চিমে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে