বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৭:৪১

বিমান আটকে দিল কুকুর!

বিমান আটকে দিল কুকুর!

এক্সক্লুসিভ ডেস্ক : কুকুরের কারণে আটকে গেল বিমান। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও ঘটেছে তাই। দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট কুকুরের দিকভ্রান্ত ছোটাছুটির কারণে আটকে যায়। বিমানটি যখন টেক অফ করতে মাত্র কয়েক সেকেন্ড বাকি তখনই মিলে শেষ মুহূর্তের সিগন্যাল। রানওয়েতে আচমকাই একটি কুকুর দিকভ্রান্ত ছোটাছুটি শুরু করে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোরে ভারতে অমৃতসরে শ্রী গুরু আন্তর্জাতিক বিমানবন্দরে। এ ঘটনায় হতচকিত পাইলট খবর পাঠান এটিএসে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো কুকুর ধরার কাজ। বেশ কিছুক্ষণ ধরে চলে বিমানবন্দর কর্মী বনাম কুকুরের লুকোচুরি খেলা। শেষ পর্যন্ত পাকড়াও করা যায় কুকুরটিকে। নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পর উড়ে ফ্লাইটটি। কোনো কারণে পাইলটের নজর এড়িয়ে গেলে ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা। কুকুরের এমন ঘটনায় বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অবশ্য ভবিষ্যতে এ ধরনের ঘটনার দিকে কড়া নজর রাখা হবে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। ৩১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে