সাবধান! ফেসবুকের ছবি দেখে প্রেমে পড়বেন না
এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুকের প্রোফাইল ছবি দেখে প্রেমে হাবুডুবু খাচ্ছেন! তার পরে আসল মানুষটা যখন সামনে এসে দাঁড়াল তখন চোখ-মুখ-মন একসঙ্গে প্রশ্ন করে ফেললেন ‘এ তুমি কেমন তুমি!’
এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। তবে এই গল্প একেবারে আলাদা। এক মার্কিন কন্যা নিজেই নিজের সাজুগুজু করা আর আসল ছবি পোস্ট করে দিয়ে তামাম রূপ-পিয়াসীদের সতর্ক করেছেন। শুধু সতর্ক করা বললে কম বলা হয়, বলা ভাল— ‘চোখ খুলে দিয়েছেন।’
মেয়েটির নাম উরসুলা গফ। বাড়ি আমেরিকার ওয়েলিংটনে। ডিসেম্বরের গোড়ার দিকে সুন্দর মেকআপ নিয়ে রীতিমতো গ্ল্যামারাস শ্যুটিং করে নিজের একটি ছবি তোলেন। আর সেই ছবি পোস্ট করে দেন নিজের ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এর পরে সুন্দরের প্রতি চিরন্তন আকর্ষণের নিয়ম মেনে সেই ছবি ভাইরাল হয়ে যায়। সেই ছবির চুলে যেন রামধনুর রং লেগেছে। বাঁ চোখ ঢেকে দেওয়া চুল থেকে পার্পেল আভা ঠিকরে বের হচ্ছে। কাব্যিক বর্ণনায় ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা।’ ঠোঁট দুটি যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ি। আর মাশকারার চাতুর্যে হরিণী চোখ দুটি যেন বাঙ্ময় হয়ে আছে।
ফ্ল্যাশ ফরোয়ার্ড। ক’দিন বাদেই নতুন ছবি পোস্ট করলেন উরসুলা গফ। কোথায় সেই বর্ণময় চুল! তাতে পরিপাটি নেই। সেই মুখ, সেই ঠোঁট, সেই চোখ— কিন্তু মেকআপের আস্তরণ নেই। আলোর ঝলকানি নেই।
দ্বিতীয় ছবি পোস্ট করার পরেই সতর্কবাণী দিয়েছেন উরসুলা। বলেছেন, ছবি দু’টির কোনটাই এডিট করা নয়, শুধু কয়েক দিনের ব্যবধানে তোলা। ফারাকটা এনে দিয়েছে, আলোর ব্যবহার, ক্যামেরার অ্যাঙ্গেল, মেক আপ এবং অবশ্যই ফেশিয়াল এক্সপ্রেশন। উরসুলার বক্তব্য, ‘সোশ্যাল মিডিয়ার ছবি দেখে মনে হতে পারে সবাই সব সময়ে একেবারে পারফেক্ট, কিন্তু এটা কখনও সত্যি হতে পারে না।’ সোশ্যাল মিডিয়ার ছবি দেখে সেটাকেই বাস্তব না মনে করার জন্য নতুন জেনারেশনকেও সতর্ক করেছেন উরসুলা।
তার প্রথম পোস্ট করা ছবি নিয়ে যেমন লাইকের বন্যা বয়েছিল, তেমনটা না-হলেও, তার ‘চোখে আঙুল দেওয়া’ সতর্কবার্তাতেও মিলেছে প্রচুর সমর্থন। প্রচুর শেয়ার। অনেক ধন্যবাদ জানানো কমেন্ট।
০১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�