এক্সক্লুসিভ ডেস্ক: প্রকৃতির এমন নিখুঁত, বিস্ময়কর, বর্ণময় সৌন্দর্য দেখে নিজের চোখ দুটিকেই মনে হবে অবিশ্বাস্য! এমন স্বর্গীয় অনিন্দ্য সুন্দর রুপ শুধু চোখই জুড়ায় না, মনও তৃপ্তিতে ভরিয়ে দেয়। এমন চোখ ধাঁধাঁনো রূপ-মাধুর্যে হৃদয় আনন্দে কানায় কানায় পূর্ণ হয়। মানুষের জানার বাইরেও এমন অনেক জিনিস এই পৃথিবীর বিভিন্ন কোণে ছড়িয়ে আছে যা দেখলে বিস্মিত হয়ে যাবেন। তেমনই কয়েকটি জায়গার হদিশ দেওয়া হল... তবে দেখে ভাববেন না যে কোনও শিল্পীর রঙের ছোঁয়ায় ক্যানভাসে ফুটে উঠেছে এই ছবি। বরং প্রকৃতির এই ঐশ্বর্য ক্যামেরাবন্দি করে তা অমর করে দিয়েছেন একদল ছবি পাগল মানুষ।
১. প্রথম দেখায় নিজের চোখ দুটিকে অবিশ্বাস্য মনে হবে! যে কেউ মনে করতে পারেন এটি গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজের খেলা। কিন্তু আসলেই ফ্লাই গেইসার নামক নর্দান নাভাডার এই স্থানটি এতোটা রঙিন।
২. এই ছবিটি চিনের রেড বিচের। চিনের লিয়াওনিং-এর পাঞ্জিন-এর দাওয়া কাউন্টিতে অবস্থিত এই বিচটি
৩. ফ্রান্সের প্রভেন্স-এর ল্যাভেন্ডার ফিল্ডসের ছবি। এই ক্ষেতের মাঝে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাই আলাদা।
৪. পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণ তটের রেকারশে আর্কিপেলাগোর মিডল আইল্যান্ডে অবস্থিত এই নোনা জলের হ্রদটি। লেক হিলিয়ারের চমক হল এর গোলাপি রং।
৫. রঙিন পাহাড়ের দেশে। সাউথ ওয়েস্ট চীনের অসাধারণ একটি স্থান ঝাংইয়েই ডানজিয়া।
৬. জাপানের ইবারাকির হিতাচিনাকেতে অবস্থিত হিতাচি সি সাইড পার্ক। এখানে লাল রঙের বিস্তৃতি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।
৭. চিনে গেলে যে কোনও পর্যটকের কাছে চা-বাগান অন্যতম আকর্ষণ। তেমনই একটি চা বাগানের ছবি শেয়ার করা হল আপনাদের সঙ্গে।
৮. জার্মানির এই ব্ল্যাক ফরেস্টে এসে আপনি বিস্মিত হবেনই।
৯. স্বর্গের জলধারা বলা হয় এই হাভাসু ফলসকে। এটি গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যারিজোনায় অবস্থিত।
১০. চিনের এই বাঁশ বাগান বা ব্যাম্বু ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া অথবা গাড়ি করে ধীর গতিতে এগিয়ে ।যাওয়ার অভিজ্ঞতা আপনি সারা জীবন মনে রাখবেন।
১১. আলাস্কার এই বরফের গুহা দেখলে মনে হবে কোনও দক্ষ শিল্পীর তুলির টান। কিন্তু এই মনে হওয়া একেবারেই সত্যি না। কারণ মেনডেনহল আইস কেভস প্রকৃতির অন্যতম সেরা সৃষ্টি।
১২. ইউক্রেনের ক্লেভান-এ অবস্থিত এই টানেলের মতো এমন একটি টানেল যদি হাতের কাছে পাওয়া যেত! প্রেম করার আদর্শ জায়গা... আর হবে নাই বা কেন? টানেলটির নামই যে টানেল অফ লভ।
১৩. চিনের জাংগাই দানশিয়া ল্যান্ডফর্ম দেখলে আপনি কয়েক মুহূর্তের জন্যে সম্মোহিত হয়ে যাবেন। প্রকৃতির এই অসামান্য সৃষ্টি ভাষায় বর্ণনা করা যায় না।
১৪. এ যেন রঙের রায়ট! এক সঙ্গে এত রঙের টিউলিপ ফুলের সারি দেখতে পাবেন শুধুমাত্র নেদারল্যান্ডসেই।
১৫. এই ছবিটা দেখলে আপনারা আবার বলবেন এটি কোনও উন্নতমানের পেইন্টিং। কিন্তু না, আপনাদের এই ভাবনা যে ভুল সেটা আবার বলতে হচ্ছে। ফুলের এই টানেলটি জাপানের উইস্টেরিয়া ফ্লাওয়ার টানেল।