শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৭:৫১

সপ্তাশ্চর্যের অন্যতম স্থাপনা- তাজমহল খুলে দেওয়ার ঘোষণা

সপ্তাশ্চর্যের অন্যতম স্থাপনা- তাজমহল খুলে দেওয়ার ঘোষণা

এক্সক্লুসিভ ডেস্ক : সেপ্টেম্বরের ২১ তারিখ খুলছে আধুনিক সপ্তাশ্চর্যের অন্যতম স্থাপনা- তাজমহল। করোনাভাইরাসের বিস্তাররো'ধে গত ছ’মাস যাবৎ ব'ন্ধ আগ্রার এ নির্দ'শন।

জুলাই মাসেই দেশটির ঐতিহ্যবাহী অনেক পর্যটনকেন্দ্র খু'লে দেয়া হয়। কিন্তু, আগ্রা কর্তৃপক্ষ তাজমহল এবং লাগোয়া ফোর্ট খু'লে দেয়ার সিদ্ধা'ন্ত পি'ছিয়ে দেন। তারা সে সময় জানান, কিছু সংস্কার কাজের পর পর্যটকরা উপভো'গ করতে পারবেন এর সৌন্দর্য্য।

তাজমহল খু'লে দেয়ার ঘোষণায় স্ব'স্তি প্রকাশ করেন, এরসাথে জড়িত ব্যবসায়ীরাও। জানান, খুব শিগগিরই স্থাপত্যটি ফিরে পাবে আগের জনসমাগম। করোনাভাইরাসের কারনে, ১৭ মার্চ থেকে ব'ন্ধ ছিলো পর্যটনকেন্দ্রটি। ১৯৮৩ সালে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় তাজমহল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে