রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৪:২৪

একদা ইজরায়েল-ফিলিস্তিন শান্তির প্রতীক ৭৩০ কোটি টাকার এই বিমানবন্দর এখন ধ্বং'সস্তূ'প!

একদা ইজরায়েল-ফিলিস্তিন শান্তির প্রতীক ৭৩০ কোটি টাকার এই বিমানবন্দর এখন ধ্বং'সস্তূ'প!

এক্সক্লুসিভ ডেস্ক : এককালে ইজরায়েল-ফিলিস্তিনের শান্তির প্রতীক ছিল এই আন্তর্জাতিক বিমানবন্দর। এখন সেটাই ধ্বং'সস্তূ'প! গাজার ইয়াসির আরাফত আন্তর্জাতিক বিমানবন্দর। ২০০১ সালে ইজরায়েলের বো'মাবা'জিতে পু'রোপু'রি ধ্বং'স হয়ে যায় বিমানবন্দরটি। এর পর থেকে এই বিমানবন্দরে আর কোনও বিমান ওঠানামা করেনি।

১৯৯৫ সালে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে ওসলো শান্তি চু'ক্তির পর বিমানবন্দরটি তৈরি করা হয়েছিল। ১৯৯৮ সালে ২৪ নভেম্বর সেটা চালু হয়। কিন্তু পরে এই শান্তি চু'ক্তি ভে'ঙে যায়। বিমানবন্দরের উপরে হা'মলা চালায় ইজরায়েলি সেনা। তারপর থেকেই ওই বিমানবন্দর প'রিত্য'ক্ত। রানওয়ের অবস্থাও শো'চ'নীয়। ফলে বর্তমানে গাজায় কোনও বিমানবন্দরই নেই।

এ বিমানবন্দর নির্মাণে মোট ব্যয় ছিল ৮৬ মিলিয়ন ডলার। জাপান, মিশর, সৌদি আরব, স্পেন আর জার্মানির যৌথ অনুদানে ওই বিমানবন্দর তৈরি হয়েছিল। এর নকশা করেছিলেন মরক্কোর ইঞ্জিনিয়াররা। খরচ হয়েছিল আট কোটি ৬০ লক্ষ ডলার (বাংলা টাকায় ৭৩০ কোটি)। প্রতি বছর সাত লক্ষ যাত্রী নিয়ে বিমানবন্দরে ওঠানামা করত বিমান। প্রায় আড়াই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছিল বিমানবন্দরটি।

নির্মাণের এক বছর পর ১৯৯৪ সালের ২৪ নভেম্বর বিমানবন্দরটি চালু করা হয়, যা যৌথভাবে উদ্বোধন করেন ইয়াসির আরাফাত ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আল আকসা ইনতেফাদা শুরু হওয়ার পর ২০০১ সালের ৪ ডিসেম্বর ইসরায়েল বিমান বা'হি'নী এ বিমানবন্দরের রা'ডার স্টেশন ও ক'ন্ট্রো'ল টাওয়ার ধ্বং'স করে দেয়। ২০০২ সালের ১০ জানুয়ারি বুলডো'জার দিয়ে রানওয়ে কে'টে দিয়েছিল। 

এ বিমানবন্দর পরিষেবাটি ১৯৯৮ সালের ২৪ নভেম্বর চালু হয়। দ্বিতায় ইন্তিফাদা উপর ৮ অক্টোবর ২০০০ সালে এ বিমানবন্দরটির কার্যক্রম স্থ'গিত করেছিল। টি রাফা ও দাহানিয়ার মাঝামাঝি, মিশর সীমান্তের নিকটবর্তী স্থানে অবস্থিত। এর রাডার স্টেশন ও কন্ট্রোল টাওয়ার ইসরায়েলের বোমা হা'ম'লায় ক্ষ'তিগ্র'স্ত হয়েছে। এ বিমানবন্দর ব'ন্ধের ফলে প্যালেস্টাইন এয়ারলাইন্স ও গাজার লোকজন ইসরায়েলের বেন গুরিন বিমানবন্দর এবং মিশরের আল আরিশ বিমানবন্দর ব্যবহার করে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে