মানুষের ভয়ে পানিতে সিংহ!
এক্সক্লুসিভ ডেস্ক : মানুষ দেখে পানিতে ঝাঁপ দিল সিংহ! বিষয়টি অবাক মনে হলেও ঘটনা কিন্তু সত্য। কথায় আছে, ‘বিপদে পড়লে বিড়াল গাছে ওঠে’। এবার ঘটেছে জঙ্গলের রাজত্ব ছেড়ে পানির রাজা হওয়ার।
বেকাদায় পড়ে জঙ্গল ছেড়ে আচমকাই পানিতে নামার শখ হয়েছিল পশুরাজের। গুজরাতের আমরেলি জেলার জাফরাবাদ উপকূলের একটি জলাশয়ে নেমে পড়েছিল সিংহটি।
কিন্তু জলে নেমেও সেভাবে সুবিধা করতে পারল না পশুরাজ। দেখে ফেলেন এক মত্স্যজীবী। খবর দেন বন দপ্তরে। বনকর্মীরা এসে পাকড়াও করে তাকে।
জিনিউজের এক প্রতিবেদনে তেমনটিই জানা গেছে।
জল থেকে ডাঙায় ফিরতে একেবারে মরিয়া সিংহটি। তবে বনকর্মীদের কাজটা অবশ্য সহজ ছিল না। লোকজন দেখেই আবার জলে ঝাঁপ দিল সিংহটি।
এরপর দড়ি দিয়ে সিংহকে জল থেকে টেনে তুললেন বনকর্মীরা।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�