রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৬:২৯:৪৪

এক বছরের ব্যবধানে যমজ ভাই-বোনের জন্ম

 এক বছরের ব্যবধানে যমজ ভাই-বোনের জন্ম

এক্সক্লুসিভ ডেস্ক : মাত্র দুই মিনিটের মধ্যে জন্মালো দুই সন্তান। আর তাতেই দুই যমজ ভাইবোনের জন্মসাল বদলে গেল। সানদিয়াগোর হাসপাতালে এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকলেন চিকিৎসক থেকে নার্স সবাই। সদ্যাজন্ম নেয়া দুই ভাইবোন। জায়লিন ভ্যালেন্সিয়া এবং লুইস ভ্যালেন্সিয়া জুনিয়র। এবেলার এক প্রতিবেদনে এ খবর জানা যায়। মারিবেল ভ্যালেন্সিয়াকে ২০১৫ সালের শেষের রাতে ভর্তি করা হয় সান দিয়াগোর জিওন মেডিক্যাল সেন্টারে। পরিস্থিতি দেখে চিকিৎসকও খুব বেশি দেরি করেননি। স্বাভাবিক নিয়মে যমজ সম্তানের ক্ষেত্রে সবসময়েই একজন আগে জন্মায় এবং অপরজন জন্মায় কয়েক মিনিটের ব্যবধানে। এক্ষেত্রেও তাই হয়েছে। মারিবেল তার কন্যাসন্তানের জন্ম দেন ৩১শে ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে এবং ১২.০১ মিনিট নাগাদ জন্মায় তার পুত্রসম্তান। মাত্র দুই মিনিটের ব্যবধানে জন্মানোয় যমজ ভাইবোনের জন্মসাল বদলে গেল। তবে, নতুন বাবা হয়ে লুইস ভ্যালেন্সিয়া খুবই খুশি। ঈশ্বরের আশীর্বাদে দুই সুস্থ সন্তানে বাবা হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। ৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে