রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৭:২৯:৫২

এই ৪টি জিনিস ভুলেও মুখে লাগাবেন না

এই ৪টি জিনিস ভুলেও মুখে লাগাবেন না

এক্সক্লুসিভ ডেস্ক: নিজের মুখ সুন্দর রাখতে কত কিছুই না মানুষ ব্যবহার করে। কিন্তু, এমন বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলো ব্যবহার করলে উপকারের পরিবর্তে উল্টোক্ষতিই হতে পারে। নষ্ট হতে পারে মুখের ত্বকও। এমনকি, বেরোতে পারে বর্ণ। যে চারটি জিনিস মুখে একদমই লাগাবেন না, সেগুলো হলো-

১। শ্যাম্পু : অনেকেই চুলে শ্যাম্পু করার সময়, তার থেকে বেশ কিছুটা নিয়ে মুখ পরিষ্কার করে ফেলেন। কিন্তু, মনে রাখবেন, চুল পরিষ্কার করার সময় কখনওই ব্যবহার করা উচিত নয় শ্যাম্পু। এতে আপনার মুখের ত্মকের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শ্যাম্পুতে যে ধরণের উচ্চ মাত্রার রাসায়নিক থাকে, তাতে ক্ষতি হয় ত্মকের।

২। হেয়ার কালার : চুলে রং করার সময়, অনেকের মুখে হেয়ার কালার লেগে যায়। চুলের রং মুখে লাগলে, প্রথমে বিষয়টি নিয়ে অনেকেই মাথা ঘামান না। কিন্তু, জানেন কী, আপনার ত্মকের জন্য অত্যন্ত ক্ষতিকারক চুলের রং। হেয়ার কালার আপনার শরীরে লাগলে, ত্মকের ক্ষতি হতে পারে। বেরোতে পারে র‍্যাশও।

৩। হেয়ার সিরাম : হেয়ার সিরাম মুখে লাগলে, অ্যালার্জিও বেরোতে পারে। তাই, সতর্ক থাকুন, হেয়ার সিরাম লাগানোর সময়, সেটি যেন কোনওভাবেই মুখে না লেগে যায়।

৪। বডি লোশন : ভুল করেও কখনও বডি লোশন মুখে মাখবেন না। কারণ বডি লোশনের ঘনত্ব অনেক সময় মুখকে বেশি তৈলাক্ত করে ফেলে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে