রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৯:৩২:৩১

রসিক চোরের দয়া!

রসিক চোরের দয়া!

এক্সক্লুসিভ ডেস্ক : লাখ লাখ লুটে নিয়ে বিছানায় রেখে গেছে ১০০ টাকা। বিছানায় পড়ে থাকা দু’টি ৫০ টাকার নোট দেখে অনেককেই বলা শোনা গেছে, দয়া হয়েছে চোরের। আনন্দবাজারের এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে। ঘর থেকে গায়েব হয়েছে কয়েক লাখের টাকা-গয়না। রোববার এমন কাণ্ড ঘটেছে ভারতের মধ্য হাওড়ার ঘোষপাড়ায়। তবে মূল্যবান সামগ্রী নিয়ে চোরেরা চম্পট দিলেও রেখে গেছে দুটি ৫০ টাকার নোট। যদিও এমন ‘রসিক’ চোরের ‘সৌজন্যবোধে’ ধরাশায়ী ঘোষপাড়ার সাঁতরা পরিবার। শহরে নিরাপত্তা নিতে ব্যর্থ বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ওই পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের। গত ২২ ডিসেম্বর গুজরাতে বেড়াতে গিয়েছিলেন মহেন্দ্র ভট্টাচার্য রোডের সাঁতরা পরিবারের গৃহকর্ত্রী নন্দা বন্দ্যোপাধ্যায় সাঁতরা ও তার ছেলে। দিন দশেকের বেশি বাইরে কাটিয়ে এ দিন ভোরে বাড়ি ফিরে দেখেন, শোয়ার ঘর লণ্ডভণ্ড। খোয়া গেছে বহু মূল্যবান সামগ্রী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নন্দাদেবীর সঙ্গে যাননি গৃহকর্তা অশোক সাঁতরা। অসুস্থ থাকায় অশোকবাবু এ ক’দিন ছিলেন নন্দাদেবীর বাপের বাড়িতে। ঘটনাস্থল থেকে যার দূরত্ব মাত্র মিনিট দশেকের। ঘটনার সময় পুরো বাড়িই খালি ছিল বলে জানায় পুলিশ। নন্দাদেবী জানিয়েছেন, এ দিন ভোরে বাড়ি ফিরে তিনি দেখেন, সামনের দরজায় যথারীতি তালা লাগানো। দরজার তালা খুলে শোয়ার ঘরে ঢুকতেই চমকে ওঠেন তিনি। আলমারির সব জিনিসপত্র নামিয়ে ছড়ানো ছিটানো। গয়না রাখার বাক্স ফাঁকা। জামা-কাপড়সহ ঘরের বাকি জিনিস লণ্ডভণ্ড। নন্দাদেবীর দাবি, ঘর থেকে খোয়া গেছে নগদ টাকা ও গয়নাসহ প্রায় ১৫ লক্ষাধিক মূল্যের সামগ্রী। তবে চোরেরা সব কিছু লুট করলেও সাঁতরা পরিবারের জন্য রেখে গেছে দু’টি ৫০ টাকার নোট! এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে এরই মধ্যে ওই পরিবারের পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত আট মাসে হাওড়ায় প্রায় নয়শ' চুরির ঘটনা ঘটেছে। সাঁতরাদের প্রতিবেশী মমি রায় ও স্বান্তনা ভট্টাচার্যদের অভিযোগ, এলাকায় কখনো কোনোদিন এ রকম দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেনি। স্থানীয়েরা জানিয়েছেন, ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও চুরির পর আতঙ্কে আছেন তারা। ৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে