অর্ধেক শরীরের মাছ, বেঁচে ছিল ৬ মাস!
এক্সক্লুসিভ ডেস্ক : একটি পরিপূর্ণ মাছই কত দিন বাঁচে। তার পরে যদি আবার হয় অর্ধেক মাছ। তা হলে তো আর বাঁচার ভরসাই নেই। আসলে কখনও কখনও এমন ঘটনা ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞানেও মেলে না। তেমনি একটি অবাক করা ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। দেশটিতে একটি মাছ ৬ মাস ধরে অর্ধেক শরীর নিয়েই বেঁচে ছিল। এরকম ঘটনা আগে কখনও শোনা যায়নি। তাই মাছটির নাম রাখা হয়েছে আই-হাফ। জানা গেছে, মাছটিকে কাটতে গেলে অর্ধেক শরীর নিয়েই পিছলে সরে যায়। অর্ধেক শরীরেই বেঁচে থাকে সে ছয় মাস। অবশেষে মাছটির মৃত্যু হয়।
০৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�