আস্ত একটা তরমুজ সাবাড় করে সোশ্যাল দুনিয়ার হিরো!
এক্সক্লুসিভ ডেস্ক : বয়স তার মাত্র ১০ বছর। নাম মিচেল স্কিবেচি। বাড়ি তার অস্ট্রেলিয়ার মেলবোর্নে। কিশোটির পরিচয় জানা প্রয়োজন এ কারণে যে, ২০১৬-এ প্রথম ভাইরাল পোস্টের নায়ক সে। আস্ত একটা তরমুজ খোসাসহ সাবাড় করে সোশ্যাল দুনিয়ার হিরো।
মেলবোর্নের বাইশ গজে জোরদার খেলা চলছিল। কিন্তু সে খেলার স্কোর কী, তা এখন আর কেউ জানতে চাইবেন না। কেননা, সেই ম্যাচের নায়ক এখন ১০ বছরের মিচেল।
মেলবোর্নের সেই মাঠে কত ক্রিকেটীয় কীর্তিই না রয়েছে। সেই মাঠে এবার নজির গড়ল মিচেল। একটা আস্ত তরমুজ খেয়েছে সে। তাও একেবারে খোসাসহ। কমেন্টেটররা খেলার ধারাবিবরণী দিচ্ছিলেন। মিচেলের কীর্তি ক্যামেরায় ধরা পড়তে তারাও তরমুজ খাওয়ার কমেন্ট্রি করতে শুরু করেন।
ঠিক এরপরই টুইটারে শুরু হয়ে যায় ‘হ্যাশট্যাগ ওয়াটারমেলন বয়’। ‘পিপল ম্যাগাজিন’ জানিয়েছে, ২০১৬-এর প্রথম ভাইরাল পোস্ট এটিই। ‘তরমুজ-খোকার এই কীর্তি দেখে একের পর এক কমেন্ট পড়তে শুরু করে।
একজন লিখেন, ‘ওয়াটারমেলন বয়, তুমি আমার অনুপ্রেরণা।’ আরেকজনের মন্তব্য, ‘ক্রিকেট একজন নতুন নায়ককে পেল। তবে এ ঘটনা ঘটালো কীভাবে! ওয়েল প্লেড।’
ঘটনা হলো, ম্যাচের সময় যাতে তাকে ক্যামেরায় দেখানো হয়, সে জন্যই এভাবে তরমুজ খেয়েছিল মিচেল। সে বলেছে, ‘যতটা ভেবেছিলাম, ব্যাপারটা তার থেকে অনেক কঠিন। তবে আমি অন্যকিছু ভাবিনি। খেয়েছি ক্রমাগত।’
৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�