সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১০:১২:৩৭

একদলে চার বউ, পালাল স্বামী!

একদলে চার বউ, পালাল স্বামী!

এক্সক্লুসিভ ডেস্ক : গোপন পর্দা ফাঁস করলেন তৃতীয় স্ত্রী নিলুফা ইয়াসমিন। তিন বউ আর হবু বউ এখন এক দলে। খবর পেয়েই ফেরারি আইনজীবী আবদুল আলিম। এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবদুল আলিম একটা নয়, দুটো নয়, তিনটি বিয়ে করেছেন। তিন-তিনটি বিয়ে করে খবরের শিরোনামে বর্ধমানের আবদুল আলিম। এমন বেআইনি কাজ পেশায় আইনজীবী ঘটিয়েছেন। কিন্তু তিনি তিনটি বিয়ে করেই ক্ষান্ত হননি। চতুর্থ বিয়েও ঠিক হয়ে গিয়েছিল তার। সেই বিয়ে করতে গিয়েই ধরা খেলেন বিয়ে-পাগল আইনজীবী। গোপন পর্দা ফাঁস করলেন তৃতীয় স্ত্রী নিলুফা ইয়াসমিন। এখন তিন বউ আর হবু বধূ এক দলে। মাস দু’য়েক আগে বর্ধমানের গোলাহাটের বাসিন্দা নিলুফার সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় বর্ধমানের খণ্ডঘোষের শেখ আবদুল আলিমের। শ্বশুরবাড়িতে হঠাৎ নিলুফা একটি সিডি হাতে পায়। চালানোর পরই চক্ষু চড়কগাছ। তারই স্বামীর অন্য এক মহিলার সঙ্গে বিয়ের ভিডিও রেকর্ডিং। পাত্রীর পরিচয়ও জানা যায়। একেবারে পাশের গ্রাম খালেরপুলের তনুজা খাতুন। পরে খোঁজ-খবর নিয়ে জানা যায়, তনুজার আগে আরো একটা বিয়ে করেন আলিম। স্বামীর কাছে বিষয়টা জানতে চাওয়ায় শুরু হয় নিলুফার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার। এমনকি ঘুমের ওষুধ খাইয়ে প্রাণে মারারও চেষ্টা চলে বলে অভিযোগ। শুধুমাত্র বিয়ের প্রতারণাই নয় বিয়ের রেজিস্ট্রির নামে দশ টাকার জাল স্ট্যাম্প পেপারে সই করানো হয়েছে। বর্ধমানে নিজের বাড়িতে ফিরে এসে আইনের দ্বারস্থ হয়েছে নিলুফা। অভিযোগ জানানো হয়েছে খণ্ডঘোষ থানায়। গাঢাকা দিয়েছে আবদুল আলিম। তবে জানা গেল না কী করে তিনটার পর চারটা সংসার চালানোর মতো মনের ও পকেটের জোর পান তিনি! ৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে