বিশ্বের আটটি দেশ, যেখানে জীবনযাপন ব্যয়বহুল
এক্সক্লুসিভ ডেস্ক : আমরা সাধারণত বলে থাকি আমাদের দেশে সব কিছুরই দাম বেশি। আসলে এই দাম বেশি কি ভাবে আমরা বুঝতে পারি। যখন কোন লোক দেশ ছেড়ে বিদেশে চাকরি কিংবা ব্যবসার জন্য যায়। অথবা অনকেই আছেন মনের আনন্দের জন্য ঘুরতে যান এমন কোন দেশে যেখানে আবহাওয়া এবং পরিবেশ অনেক সুন্দর। আর সে দেশে গিয়েই বুঝতে পারেন আসলে কোন দেশে থাকা বা প্রয়োজনিয় জিনিস পত্রের দাম বেশি। তবে আপনি যাই বলুনা কেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে সাধারণ জীবনযাপন অনেক ব্যয়বহুল। তবে এবার দেখা যাক তাহলে সেই দেশগুলোতে জীবনযাপন কতটা ব্যয়বহুল।
১) কুয়েত (ক্রেতা মূল্য সূচক : ৮৫.৬৩) আয়তনে ছোট দেশ হলেও এদেশে খরচ অনেক আংশেই বেশি। কুয়েতে থাকলে আপনি এমনটাই ভাববেন। যদি আপনি কুয়েতে ব্যবসা শুরু করার কথা ভাবেন তাহলে মোটা বিনিয়োগের কথা ভাবুন। অল্প পুঁজিতে কুয়েতে জীবনযাপন করা বেশ কঠিন।
২) সুইজারল্যান্ড (ক্রেতা মূল্য সূচক : ১২৪.৫১) এই দেশটি পর্যটকদের কাছে অনেকটা স্বপ্নের দেশ বলেই পরিচিত। এত সুন্দর দেশ নাকি পৃথিবীতে আর একটিও নেই। কিন্তু এ দেশে জীবনযাপন করাটা সত্যিই বেশ কঠিন ব্যপার। অবশ্য যদি আপনি যদি অনেক টাকার মালিক হন তাহলে এটা আপনার জন্য কোন বিষয়ই নায়।
৩) অস্ট্রেলিয়া (ক্রেতা মূল্য সূচক : ৮৯.৫০) সৃষ্টিকর্তা যেন প্রকৃতির সব সৌন্দর্য ঢেলে দিয়ে সাজিয়েছে এই দেশটিকে। প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে মানব সম্পদ সব কিছুতে একেবারে টইটুম্বুর এই দেশটি। কিন্তু এ দেশে জীবনযাপন করাটা খুব ব্যয়বহুল বিষয়।
৪) সিঙ্গাপুর (ক্রেতা মূল্য সূচক : ৮৮.১২) এই দেশটি সম্পর্কে কম বেশি সবারই জানা রয়েছে। সিঙ্গাপুরে গেলে মানি ব্যাগ একেবারে উল্টো করে আসতে হয় তবে এটি একটি প্রচলিত প্রবাদ। বর্তমানে যে এমনটা হয় না তা কিন্তু নয়। সিঙ্গাপুরের থেকে দৈনিক খরচের বিষয়ে অনেক স্বস্তা প্রতিবেশী মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া।
৫) আইসল্যান্ড (ক্রেতা মূল্য সূচক : ৯৫.৪১) বিশ্বের মাঝে যতদেশ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল এই দেশটি। এখানকার পরিবেশের সঙ্গে শান্তি, শান্ত, সুন্দর সব আষ্ঠেপিষ্ঠে জড়িয়ে রয়েছে। তবে সব কিছুই মানা গেল কিন্তু এখানে ঘুরতে গেলে পকেটের ঝড় সামলানো মুশকিল।
৬) ডেনমার্ক (ক্রেতা মূল্য সূচক : ৮৮.৩১) এই দেশটিকে বিশ্বের সবচেয়ে সুখি দেশ বলাহয়। ড্যানিশদের ব্যবহারটাও ভারী মিষ্টি। কিন্তু এ দেশে থাকার খরচটা একটু তেতো তো বটেই। ঘুরতে গেলে একটু কম দিনের জন্য থাকার পরিকল্পা করুন। যতদিন বেশি থাকবেন, খরচের অংক লাফিয়ে লাফিয়ে ততোই বাড়তে থাকবে।
৭) ইংল্যান্ড (ক্রেতা মূল্য সূচক : ৮৬.৬৮) এ দেশটিকে অনেকেই সাহেবের দেশ বলেই জানে। তার কারণে খরচটাও একটু সাহেবি হালাতেই হবে এটাই সাধারণ। খামখেয়ালি আবহাওয়ার মত ব্যাংক ব্যালেন্সটাও খামখেয়ালি মতো করে খালি হয়ে যাবে।
৮) উইএস ভার্জিন আইসল্যান্ড (একজন ক্রেতার মূল্য সূচক : ৯৩.৪১) অনেকে বলেন, ভ্রমণপিপিসুদের এই জায়গাটা না দেখলে নাকি সবকিছুই অদেখা রয়ে যায়। তার কারণে বিশ্ব পর্যটনের স্লোগান 'সব ঘোরা বারবার, ভার্জিন আইসল্যান্ড অন্তত একবার। 'তবে পকেট বর্তি ডলার বা টাকা না থাকলে এদেশে যাওয়ার কথাই ভাববেন না। এই সুন্দর দ্বীপপুঞ্জে বসে সুন্দর আকাশ দেখতে হলে আপনাকে অনেক টাকার হিসেব করতে হবে।
উল্লেখ্য : এখানে ক্রেতা মূল্য সূচক হল, যে দামে একজন মানুষ খুচরা বাজার থেকে জিনিস কেনে।
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�