এক্সক্লুসিভ ডেস্ক : ভূমিকম্পের প্রভাবে জল সোনায় পরিণত হয়৷ একথা শুনেই চমকে উঠার মতো অবস্থা। একথা শোনে হয়তোবা পাশে রাখা পানির বোতলটা একবার দেখে নিলেন তাইনা? আসলে এই বোতলে পানি আছে না সোনা, সেটা মিলিয়ে নেওয়ার জন্য।
আসলে এটাই স্বাভাবিক বিষয়৷ গতকাল সোমবার সকালে যে হারে ভূমিকম্পে হয়েছে তাতে ঘাবড়ে গিয়েছিলেন সবাই। ঠিক তারপরেই এমন খবর জানতে পারলে এবিষয়টা একেবারে শক লাগার মতোই অবস্থা। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্পের পরই জল সোনায় পরিণত হয়৷
তাদের কথা অনুযায়ী, ভূমিকম্পের তীব্র কম্পনের ফলে পাথর ও ধাতুর চাপে-তাপে সোনায় রুপান্তরিত হয়৷ নেচার জিওসায়েন্সের পেশ করা রিপোর্টটিতে বলা হয়েছে, পৃথিবীর প্রায় ৮০ শতাংশ সোনাই ভূমিকম্পের ফলে তৈরি হয়৷