বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০১:১৬:৩২

বিস্ময় কুকুর যেভাবে সেলিব্রেটি হয়ে ওঠে

বিস্ময় কুকুর যেভাবে সেলিব্রেটি হয়ে ওঠে

এক্সক্লুসিভ ডেস্ক : প্রথমবার দেখে আপনিও বিস্মিত হবেন। ভুল দেখছেন কিনা নিশ্চত হতে দ্বিতীয়বার তাকাবেন। তখন হয় তো আপনার বিবেক বলবে এটা অন্য কিছু নয়, একটি কুকুর। জন্ম থেকেই সামনের দুটো পা নেই। ক্যাঙ্গারুর আদলে দিব্বি সে দুপায়ে নেচে বেড়াচ্ছে। রাস্তায় পড়ে থাকা এই সারমেয়কে উদ্ধার করে নিজের বাড়িতে ঠাঁই দেন পশুপ্রেমী এক দম্পতি। মাত্র এক বছর বয়সেই এসট্রেল্লা এখন পেরুর অন্যতম ডান্সিং স্টার। পেশায় অঙ্কের শিক্ষক। আর নেশা? নাচ। সময় পেলেই ছাত্রছাত্রীদের নিয়ে ডান্স ফ্লোরে নেমে পড়েন অ্যাটালান্টার জর্জিয়া স্কুলের সহকারি প্রতিষ্ঠাতা রন ক্লার্ক। সম্প্রতি সপ্তম এবং অষ্টম শ্রেণির পড়ুয়াদের নিয়ে নাচের একটি অনুষ্ঠান করেন রন। সেই ভিডিওয় এখন আমেরিকায় ভাইরাল। বরফ উত্‍সবের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানাল চীন। মঙ্গলবার থেকে হিলংজিয়াং প্রদেশে শুরু হয়েছে হার্বিন আন্তর্জাতিক তুসার উত্‍সব। সাইবেরিয়ার খুব কাছে হওয়ায় শীতকালে এখানে পারদ নেমে যায় হিমাঙ্কের পঁয়ত্রিশ ডিগ্রি নিচে। ০৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে