বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৩:৩৫:১৪

শপিংয়ে জীবনসঙ্গী চেনার ৭ উপায়

শপিংয়ে জীবনসঙ্গী চেনার ৭ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : অল্প কয়েকদিনে মনের মানুষকে চেনা বড় দায়। যার সঙ্গে সঙ্গ দিচ্ছেন তিনি আসল না নকল তা বোঝা তা বোঝা একটু সময়ের ব্যাপার। তবে শপিংয়ে বোঝা যায় সঙ্গী আসল না নকল। অবশ্য এ সম্বন্ধে আবার বিভিন্ন মানুষের ভিন্ন মত আছে। অনেকেই বলেন, সারাজীবন একসঙ্গে থাকার পরও সঠিকভাবে চেনা যায় না। এর ওপর আবার মাত্র কয়েক ঘণ্টাতে। কয়েক ঘণ্টাতে কাউকে চেনা সত্যি অসম্ভব। কিন্তু সারাটা জীবন যদি একজনের সঙ্গে কাটাতে চান তাহলে সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে হবু স্বামী অথবা স্ত্রীকে নিয়ে কোনো শপিং যেতে পারেন। আপনি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আপনার কাছের মানুষটিকে চিনে নিতে পারবেন। এক ঝলকে দেখে নিন কীভাবে চিনবেন আপনার সঙ্গীকে। ১. শপিং করতে গিয়ে আপনি বুঝতে পারবেন ভবিষ্যতে কতক্ষণ সময় আপনাকে কোনো শপিং মলের মধ্যেই কাটাতে হবে। তাহলে ভবিষ্যতে আপনার সঙ্গীর সঙ্গে কোনো ডেট ঠিক করলে শপিংয়ের জন্য কতক্ষণ রাখবেন তা মেপে নিতে পারবেন। ২. শপিংয়ের মাধ্যমে আপনার সঙ্গীর পছন্দ অপছন্দ সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যাবেন। তবে প্রথমবার গিয়ে আগে থেকে নিজের পছন্দের কথা তার ওপর চাপিয়ে দেবেন না। তাকে খারাপ দেখতে যদি লাগে তাহলেও নয়। মেনে নিন খারাপ বলার অনেক সময় পাবেন। ৩. অপরদিকে আপনাকে তার কথা মত চলতে হবে কিনা সেটা যানতে পারবেন। ধরুন, আপনার রেড শার্ট পছন্দ। কিন্তু আপনার সঙ্গী আপনাকে বলছে ব্লু শার্ট নিতে। আপনি জানেন নীল রঙ সেই ভাবে আপনার ভালো লাগে না। তখন ভুলেও তার মন রাখার জন্য তার পছন্দকেই প্রাধান্য দিতে হবে। তাহলেই কিন্তু সব শেষ হয়ে যাবে। সারা জীবন আপনাকে তার কথা শুনেই চলতে হবে। ৪. শপিংয়ে গেলে তার ফ্যাশন সম্বন্ধেও জেনে যাবেন আপনি। এর ফলে পরবর্তীকালে যদি আপনি মনে করেন আপনার সঙ্গীকে কোনো উপহার দেবেন তাহলে তা অনায়াসেই সঙ্গীর পছন্দ হয়ে যাবে। ৫. সবথেকে বড় কথা আপনার প্রতি মাসের বেতন থেকে আপনার সঙ্গীর পেছনে ঠিক কত টাকা আলাদা করে রাখতে হবে তাও জানতে পারবেন। এমনকি তার কোন ব্র্যান্ড পছন্দ সেটাও যেনে নিতে পারবেন। ৬. একটা কথা সব সময় মাথায় রাখবেন, আপনার সব পছন্দের ওপরেই যেন তিনি নিজের মত চাপিয়ে না দেন। ৭. শপিং করতে গিয়ে যা খুশি তাই খরচ না করে সমতা বজায় রেখে খরচ করুন। মনে রাখবেন, কোনো সম্পর্ক শুধুমাত্রই শপিংয়ের ওপরেই টিকে থাকে না। তাই আপনার সঙ্গী যদি শপিংয়ে সমতা বজায় রাখতে না পারেন তাহলে তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ না হওয়াটাই ভালো। ৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে