বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৫:২৪:৫৪

সুন্দরীর কাছে হার মানল বিষধর সাপ!

 সুন্দরীর কাছে হার মানল বিষধর সাপ!

এক্সক্লুসিভ ডেস্ক : পুকুরপাড়ে বসেছিলেন দিব্যি। তাও আবার একেবারে অন্যরকম। আপনি দেখলে ভটকে যাবেন। কিন্তু সে সময় আচমকা তেড়ে এল বড় কেউটে। অবশ্য সুন্দরীর কাছে হার মানল বিষধর সাপটি। এমন খবরে তোলপাড় ইন্টারনেটে। দক্ষিণ আফ্রিকায় তোলা ভিডিটিও দেখলে দেখলে দম বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু তরুণী তাতে বিন্দুমাত্র ঘাবড়াননি। চট করে হাতে ধরে নিলেন বিষধর সাপটি। ছুড়ে দিলেন পুকুরের দিকে। ভিডিটিও ভাইরাল হয়ে গেছে ইউটিউবে। কিন্তু গল্পের শুরু এখানেই। ভালো করে দেখলে বোঝা যায়, পুরো ব্যাপারটাই সাজানো। একের পর এক দর্শক সেটা ক্রমশ ধরেও ফেলেন। পরে অবশ্য যিনি তুলেছেন, তিনি স্বীকারও করে নেন, পুরো ব্যাপারটাই আসলে ফেক। তিনি বলেন, আমি ও আমার ভাই মিলে বোনকে ভয় পাওয়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ও ভয় তো পেলই না, উল্টে সাপটা ধরে ফেলল। হতে পারে এটা সাজানো ঘটনা। কিন্তু সাহসিনীর কলজের তারিফ না করে উপায় নেই। ৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে