বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৬:০২:৩৩

আহাম্মক ও নির্বোধ চেনার ১৪টি উপায়

আহাম্মক ও নির্বোধ চেনার ১৪টি উপায়

এক্সক্লুসিভ ডেস্ক: আমাদের সমাজে এমন কিছু মানুষকে দেখা যায় যারা সব জায়গাতেই একটু আগ বাড়িয়ে কথা বলে। এই ধরনের মানুষগুলো সাধারণত বড়-ছোট কাউকেই সম্মান করে না। নিজেকে অন্য জগতে প্রাণী ভাবতেই বেশি পছন্দ করে। ভাবখানা এমন যে তিনি ছাড়া আর কেউ যেন বিষয়টি বোঝে না। মূলত এমন প্রকৃতির লোক নিজেকে চালাক ভাবলেও কার্যত এরাই সবচেয়ে নির্বোধ ও বোকা। এ ধরণের মানুষ চেনার কিছু উপায় রয়েছে। যেগুলো হলো- ১। কখনো পরাজয় স্বীকার করে না। ২। যক্তিতে হারতে চায় না। ৩। অহংকার করে কথা বলে। ৪। নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে। ৫। সব বিষয়ে পারদর্শিতা দেখায়। ৬। সবাইকে সন্দেহ করে। ৭। সামান্যতেই রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে। ৮। সত্য মিথ্যা বুঝতে চায় না। ৯। অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে। ১০। কথায় কথায় তিরস্কার করে। ১১। মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। ১২। নিজের স্বার্থ আগে দেখে। ১৩। যে কোন প্রতিভাকে ছোট করে দেখে। ১৪।নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। ৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে