প্রেমদিবসে প্রেমিককে প্রেমিকার কিডনি উপহার!
এক্সক্লুসিভ ডেস্ক : এমন প্রেমিকা ক’জন বা আছে, যিনি কিনা নিজের কিডনি উপহার দিতে সম্মত হয়েছেন। বিশ্ব সেলিব্রেট করবে প্রেমের দিন৷ প্রেমিক-প্রেমিকারা নিজেদের পছন্দমতো একে অন্যকে ভরিয়ে দেবেন নানা উপহারে৷
আর সে উপহার যদি হয় কিডনি, তবে অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, এমন কাণ্ডই ঘটতে যাচ্ছে। প্রেমিককে বাঁচাতে এমন উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক প্রেমিকা।
৪৯ বছর বয়সী জ্যাক সিমার্ডকে কিডনি উপহার দিয়েই প্রেমের দিন সেলিব্রেট করবেন তার প্রেমিকা মাইকেল লাব্রাঞ্চ৷
প্রেমের জন্য জীবনে সবকিছু ছেড়ে দিতেও কসুর করেন না প্রেমিক -প্রেমিকারা৷ কেউ কেউ প্রমাণ করে দেন, প্রেমের এসব কথা কোনোদিনই বিবর্ণ হয় না৷
৪৯ বছর বয়সে হ্যামসফায়ারের বাসিন্দার দ্বিতীয়বার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে৷ দিন ঠিক হয়েছে ১৪ ফেব্রুয়ারি৷ প্রেমের দিনে তাকে কিডনি দিচ্ছেন অন্য কেউ নন, তার প্রেমিকাই৷
তবে কিডনি চাইলেই তো আর দেয়া যায় না৷ চিকিৎসকরা নানা বিষয় খতিয়ে দেখে তবেই এ অনুমতি দেন৷ এক্ষেত্রে চিকিৎসকরাও অবাক হয়েছেন। আশ্চর্য হয়েছেন যে, সমস্ত শর্ত পূরণ হয়েছে৷ পারফেক্ট ম্যাচ’ কথাটা যে শুধুই কথার কথা নয়, তাও যেন আর একবার দেখা গেল৷
১৯ বছর বয়সে সিমার্ডের প্রথমবার কিডনি প্রতিস্থাপন হয়৷ তখন কিডনি দেন তার বোন৷ দ্বিতীয়বার আবারো তার প্রয়োজন হলে কিডনিদাতার খোঁজ শুরু করেন তিনি৷
মাইকেল তথন নিজেই টেস্ট করান৷ দেখেন তিনি প্রেমিককে কিডনি দিতে পারবেন কি না৷ ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মাত্র সিদ্ধান্ত নেন, প্রেমিককে প্রেম দিবসের উপহার দেবেন কিডনি৷
এমন উপহারে বিস্মিত সবাই৷ সব উত্স গিয়ে মেশে গভীর প্রেমে৷ আধুনিক সভ্যতায় সেই প্রগাঢ় প্রেমেরই আর এক নমুনা তুলে ধরবেন সিমার্ড ও মাইকেল৷
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�