বিশ্ব সেরা সুন্দরী নির্বাচন করবে রোবট বিচারক
এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের নানা প্রান্তে সুন্দরী প্রতিযোগিতা হয়ে থাকে। এই প্রতিযোগিতায় বিচারকের আসনে বিভন্ন শ্রণি-পেশার মানুষকে বসতে দেখা গেছে। তবে এবার এই প্রতিযোগিতায় যোগ হতে যাচ্ছে নতুন মাত্রা। সেরা সুন্দরী নির্বাচনে জুরির আসনে থাকবে রোবট! অবাক লাগলেও এরকমই এক সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছে একটি সংস্থা।
তবে সুন্দরী প্রতিযোগিতা বলতে সাধারণভাবে যেটি বুঝায় এখানে ব্যাপারটা আসলে তেমন নয়। অর্থাৎ রোবটেরা বসে আছে, আর তার সামনে দিয়ে নানা পোশাকে, নানা ভঙ্গিতে হেঁটে চলেছেন সুন্দরী প্রতিযোগিনীরা, ব্যাপারটা সেরকম নয়৷ আসলে প্রযুক্তির উন্নতিই এই প্রতিযোগিতার ইউএসপি৷ এই প্রতিযোগিতার অন্যতম আয়োজক ‘ইনস্লিকো মেডিসিন’ এর সিইও অ্যালেক্স ঝাভরনক জানিয়েছেন, কীভাবে এই প্রতিযোগিতার বিচারক হচ্ছে রোবট৷ আসলে একটি অ্যাপ তৈরি করা হয়েছে৷ যেখানে (beauty.ai) প্রতিযোগিনীরা তাঁদের সেলফি আপলোড করলে, অ্যাপটি তাঁর নিজস্ব সৌন্দর্যের ধারণা অনুযায়ী বেছে নেবে নানা বয়সের সুন্দরীদের৷ প্রযুক্তির উন্নতিকে সাধুবাদ জানিয়ে ঝাভরনক জানিয়েছেন, এখন সৌন্দর্য খুঁজে পেতে যন্ত্রও বিশেষ পারদর্শী৷
সুতরাং এই প্রতিযোগিতার জয়ীরাই হয়ত বলতে পারবেন, রোবটের চোখে সেরা সুন্দরী তাঁরাই৷
০৭ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�