বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ১২:৪৩:২৭

প্রত্যেক সফল ব্যক্তির মাঝে এই ৬টি গুণ দেখা যায়

প্রত্যেক সফল ব্যক্তির মাঝে এই ৬টি গুণ দেখা যায়

এক্সক্লুসিভ ডেস্ক: ‘গিলিয়ান জো সেগাল’ যারা দীর্ঘ পাঁচ বছর যাবৎ বিশ্বের সফল ব্যক্তিদের সাক্ষাতকার নিচ্ছে। তাদের এই দীর্ঘ গবেষণা থেকে উঠে এসেছে সফল ব্যক্তিদের অজনা ৭টিগুণ।

তারা বলছে প্রত্যেক সফল ব্যক্তির মাঝেই এই ৬টি গুণ থাকে। যে ৬টি গুণ সফল ব্যক্তিদের মাঝে লক্ষ্য করা যায় সেগুলো হলো-

১. নিজেকে জানা: নিজেকে চিন্তে পারা সফল ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট। তারা নিজের দোষ-গুণ সম্পর্কে ওয়াকিবহাল থাকেন।

২. আগ্রহ: সফল ব্যক্তিরা প্রতিটি কাজ আগ্রহ নিয়ে করে থাকেন। শুধু টাকার জন্য কোনো কাজে জড়িত হলে একসময় সেই কাজের আগ্রহ হারিয়ে যায়। এ কারণে সফলরা শুধু উপার্জনের কথা বিবেচনা করে পেশা নির্ধারণ করেন না।

৩. মনোযোগী: কাজে মনোযোগ না দিলে কোন কাজই সঠিক ভাবে করা সম্ভব হয় না। সাফল্যের পথ কারো জন্যই সহজ ছিল না। পিচ্ছিল এ পথে চলতে গিয়ে লক্ষ্যচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। আর এ কারণে সফল ব্যক্তিরা সর্বদাই তাঁদের পথের দিকে মনোযোগী থাকেন।

৪. সুযোগ তৈরি করা: অন্যের তৈরি করা সুযোগের সন্ধানে থাকলে সফল হওয়া যায় না। এ কথাটি সফল ব্যক্তিরা ভালোভাবেই জানেন। এ কারণে তারা নিজেরাই সুযোগ তৈরি করে নেন। অন্যের তৈরি করা সুযোগের অপেক্ষায় থাকেন না।

৫. ব্যর্থতায় হতাশা নয়: সফল ব্যক্তিরা প্রথম চেষ্টাতেই সফল হবে, এমন কোনো কথা নেই। কিন্তু তারা এ ব্যর্থতায় হতাশ হন না। বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়েন। আর এতে করে প্রশস্ত হয় তাদের সফলতার পথ।

৬. ধৈর্যশীলতা: সফল ব্যক্তিরা জানেন, অস্থির হয়ে কোনো কাজ করলে দ্রুতই আগ্রহ হারানোর আশঙ্কা থাকে। ফলে কাজটি সফলভাবে শেষ হয় না। আবার তাত্ক্ষণিকভাবে কোনো কাজের ফলের আশাও তারা করেন না। সফলরা ধৈর্য নিয়ে কাজ শেষ করায় অভ্যস্ত।-বিজনেস ইনসাইডার

এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে