রবিবার, ২১ মার্চ, ২০২১, ১০:২৮:৪২

ব্রেকিং- আর মাত্র কিছুক্ষণের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সবচেয়ে বড় গ্রহাণু

ব্রেকিং- আর মাত্র কিছুক্ষণের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সবচেয়ে বড় গ্রহাণু

আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র কিছুক্ষণের ব্যাপার৷ তারপরেই পৃথিবীর দিকে ধেয়ে আসবে সবচেয়ে বড় ও দ্রততম গ্রহাণু৷ বিজ্ঞানীরা বলছেন ২০০ বছরে পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে এই গ্রহাণু৷ নাসার পক্ষ থেকে এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে Asteroid 2001 FO32৷

আর্থ স্কাইয়ের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই গ্রহাণু প্রতি সেকেন্ডে ২১ মাইলের গতিতে এগিয়ে চলেছে৷ আর গতি তে এগিয়ে আসার ফলেই ২১ মার্চ মানে আজকে পৃথিবীর সবচেয়ে কাছে আসবে গ্রহাণু Asteroid 2001 FO32৷ তবে প্রতিবেদনে জানানো হয়েছে, পৃথিবীর সবচেয়ে কাছে এলেও, এর দুরত্ব হবে ১.২৫ মিলিয়ন মাইল৷

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, আকারে বড় হলেও খালি চোখে কিন্তু মোটেই দেখা সম্ভব নয় এই গ্রহাণুকে৷ দেখতে হলে শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করতে হবে৷ বিজ্ঞানীরকা জানিয়েছেন এরপর ফের ২০৫২ সালে ২২ মার্চে দেখা যেতে পারে Asteroid 2001 FO32৷

আর্থ স্কাইয়ের আরেকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Asteroid 2001 FO32 দেখতে পাবেন দক্ষিণ গোলার্ধে থাকা মানুষজন৷ মূলত, দক্ষিণ আকাশেরই অবস্থান করবে Asteroid 2001 FO32৷ ২০০১ সালে এই প্রথম এই গ্রহাণু আবিষ্কার করে Lincoln Near-Earth Asteroid Research. তাহলে রেডি থাকুন আর কিছুক্ষণ পরেই আকাশে ঘটবে এই মহাজাগতিক ঘটনা৷-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে