বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৪:০৩:৪১

৫৭০ কোটি টাকা নেবে কে?

৫৭০ কোটি টাকা নেবে কে?

এক্সক্লুসিভ ডেস্ক : কে নেবে ৫৭০ কোটি টাকা- এমন দাবিদার না থাকায় লটারি পরিচালনাকারী প্রতিষ্ঠান সেই অর্থ পরবর্তী লটারিতে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটেনের লটারিতে জ্যাকপট বিজয়ী একটি টিটিট যার পুরস্কারের অর্থের পরিমাণ পাঁচ কোটি ৪০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ৫৭০ কোটি। এ টাকার কোনো দাবিদার না থাকায় সেই অর্থ পরবর্তী লটারিতে যুক্ত হয়েছে বলে বিবিসি সূত্রে জানা গেছে। ন্যাশনাল লটারি পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্যামেলট বলছে, বুধবারের এই ড্রতে জ্যাকপট বিজয়ী না থাকায় শনিবার যে ড্র হবে তার পরিমাণ দাঁড়াবে পাঁচ কোটি ৭৮ লাখ পাউন্ড। ন্যাশনাল লটারিতে প্রায়শই বিজয়ী টিকিটের মালিককে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় লোকে টিকিট কিনে তার নম্বর মেলাতে ভুলে যায়, কিংবা টিকিট হারিয়ে ফেলে অথবা টিকিটসহ পোশাক চলে যায় ধোলাইতে। ন্যাশনাল লটারিতে সবচেয়ে বেশি অর্থ জয়ের ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। বেলফাস্ট শহরে আইরিস জেফ্রি নামে এক মহিলা দুই কোটি ১০ লাখ পাউন্ড জ্যাকপট জিতেছিলেন। বাংলাদেশি টাকায় সেই অর্থের পরিমাণ ছিল প্রায় ২২৮ কোটি। ৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে