ডিজিটাল বিশ্ব সম্পর্কে বিশেষজ্ঞদের ৬ ভবিষ্যদ্বাণী
এক্সক্লুসিভ ডেস্ক: প্রযুক্তির ছোঁয়ায় পুরো বিশ্ব একটা ছোট্ট গ্রামে পরিণত হয়েছে। সোস্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিনগুলোর দরুন হাতের কাছে সহজেই মিলছে যে কোন তথ্য। পাশাপাশি ই’মেইলের মাধ্যমে মহুর্তেই পৌঁছে যাচ্ছে প্রিয় মানুষের কাছে বার্তা। তাই তো বলা হচ্ছে পুরো বিশ্বটাই এখন যেন একটা ডিজিটাল গ্রাম।
যারা প্রযুক্তির এসব তথ্য সম্পর্কে খোঁজ-খবর রাখেন তাদের কাছে প্রযুক্তির পরিবর্তন আসলে হুমকি নয়, বরং সুযোগ। গত ৬ বছর ধরে 'ইগনিশন' শিরোনামে বিজনেস ইনসাইডারের এক কনফারেন্সে প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রযুক্তির এই পরিবর্তন সম্পর্কে ৬টি ভবিষ্যদ্বাণী করেছেন। ডিজিটাল মিডিয়া সম্পর্কে তাদের ওই ৬ ধরনের ভবিষ্যদ্বাণীগুলো হলো-
১. ডিজিটাল মিডিয়াকে মানুষ বেশি বেশি গ্রহণ করছে এবং পরেও করবে, তবে অন্যান্য সবকিছু ডুবতে বসবে।
২. ভিডিও, গান এবং ডিজিটাল প্রিন্ট-এ সাবস্ক্রিপশন আরও দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং স্থানীয় ডিজিটাল অ্যাডভার্টাইজিং নিরবচ্ছিন্নভাবে বাড়তে থাকবে।
৩. টেলিভিশন নেটওয়ার্কগুলো শিগগিরই সংবাদপত্র নিয়ে যন্ত্রণায় পড়বে।
৪. এ খাতে ক্ষমতা এবং সম্পদের পরিমাণ এত বাড়বে যা আগে কখনো হয়নি।
৫। বিজ্ঞাপন ব্লক করা নিয়ে বর্তমানে যে সমস্যা তা দূর হয়ে যাবে।
৬. ভবিষ্যত প্রযুক্তি দুনিয়ায় স্মার্ট গ্লাস, স্মার্ট কার বা ভার্চুয়াল রিয়েলিটি খুব বড় অংশ দখল করতে পারবে না।
সূত্র : বিজনেস ইনসাইডার
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল