মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ০১:০৭:১২

করোনার নতুন উপসর্গে আরেক নয়া বিপদ!

করোনার নতুন উপসর্গে আরেক নয়া বিপদ!

এক্সক্লুসিভ ডেস্ক: মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু প্রথম ধাপের সংক্রমণ ও মৃত্যুকেও ছাড়িয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, করোনার লক্ষণ থাকা সত্ত্বেও ২/৩ পরীক্ষা করা হলেও আরটি-পিসিআর টেস্টও করোনা ধরা পড়ছে না।

বিশেষজ্ঞদের দাবি, করোনা কোষ বিভাজনের ফলে এমন চেহারা নিচ্ছে যার ফলে উপসর্গ থাকলেও করোনা ধরা পড়ছে না। কোনো কোনো ক্ষেত্রে ব্রঙ্কোস্কপির মতো কঠিন পরীক্ষার সাহায্যও নিতে হচ্ছে। ব্রঙ্কোস্কপি হল নাক কিংবা গলার মধ্যে দিয়ে নল ঢুকিয়ে ফুসফুস থেকে তরল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা। এর দ্বারা অনেকসময় পজিটিভ রোগীর সন্ধান মিলছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেখা যাচ্ছে, অক্সিজেনের মাত্রা স্বাভাবিক এমন করোনা রোগীও আছেন। এসব ক্ষেত্রে করোনা রোগী পেটের পীড়া ও জ্বরে ভুগছেন।

ইনস্টিটিউট অব লিভার এন্ড বাইলারি সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ডা. প্রতিভা কলের পর্যবেক্ষণে ভাইরাসের নতুন উপসর্গ ধরা পড়েছে। এমনকি চোখে কনজাংকটিভাইটিস হলে অথবা স্রেফ সর্দি হলেও যে কোনো ব্যাক্তি কোভিড পজিটিভ হতে পারেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে