শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৩:০৮:১০

রাজনীতির আঙিনায় আট সুন্দরী

রাজনীতির আঙিনায় আট সুন্দরী

এক্সক্লুসিভ ডেস্ক : তারা সুন্দরী। কিন্তু তাদের সৌন্দার্যই শেষ নয়। তাদের আসল পরিচয় তাদের ক্ষমতায়। ছিলেন জনপ্রতিনিধি ও জনগনের ভোটে নির্বাচিত রাজনীতিবিদ। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ৮জন ক্ষমতাময়ীদের সাথে আজ পরিচিত হন। ১) ইভা পেরোঁ: আসল নাম মারিয়া ইভা দুয়ারেট দি পেরোঁ। আর্জেন্তিনার ফার্স্ট লেডি ছিলেন প্রেসিডেন্ট হুয়ান পেরোঁ-র স্ত্রী হওয়ার সুবাদে। রাষ্ট্রক্ষমতা ভোগ করেছেন চুটিয়ে। তাঁকে নিয়েই নির্মিত হয় বিখ্যাত মিউজিক্যাল ‘ইভিটা’। ২) ইন্দিরা গাঁন্ধী: পরিচয় নিষ্প্রয়োজন। ভারতের এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মেয়ে। ৩) সারা লুইস পালিন: জন্ম ১৯৬৪। মার্কিন রাজনীতিক, ভাষ্যকার, লেখক। আলাস্কার গভর্নর ছিলেন ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত। ৪) ওর্লি লেভি-আবেকাসিস: ইজরায়েলের রাজনীতিক। মডেলিং থেকে রাজনীতির অঙ্গনে। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি ছিলেন মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব। ৫) ডিম্পল যাদব: ১৯৮৭ সালে জন্ম। ভারতীয় রাজনীতিবিদ। কনৌজ থেকে নির্বাচিত ১৬তম লোকসভার সদস্য। তিনি জন্ম নেন আরসি সিং রাওয়াতের পরিবারে। ভারতের উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ও ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ মুলায়ম সিং যাদবের পুত্রবধূ। ৬) সেথ্রিদা জিয়াজিয়া: জন্ম ১৯৬৭। ১৯৯৪-এ লেবাননের ফোর্সেস পার্টিতে যোগ দেন দল ভেঙে যাওয়ার মুহূর্তে। তিনি জন্ম নেন ঘানার খোমাচি শহরে। ৭) হিলারি ক্লিনটন: একজন মার্কিন রাজনীতিবিদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য, এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসাবে যুক্তরাষ্ট্রের আইনসভার সিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। হিলারি ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনের স্ত্রী। রাজনীতিতে প্রবেশের পূর্বে হিলারি আইন পেশায় নিয়োজিত ছিলেন। ৮) আলিনা কাবেভা: রাশিয়ার সেলিব্রিটি রিদমিক জিমন্যাস্ট আবং অবশ্যই রাজনীতিক। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত কাজ করেছেন স্টেট ডুমা-র ডেপুটি হিসেবে। রাশিয়ান ‘ভোগ’, ‘মাক্সিম’ পত্রিকার কভার-গার্লও হয়েছেন বেশ কয়েক বার। ৮ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে